Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি পাইপ লাইনের উদ্যোগে স্বচ্ছতা অভিযানে

হলদিয়া রিফাইনারি পাইপ লাইনের উদ্যোগে স্বচ্ছতা অভিযানে
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড,ভারত সরকার অধিগৃহীত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা । এই সংস্থার পাইপলাইন ডিভিশন ভারতবর্ষের সর্ব প্রান্তে তেল ও গ্যাস অত্যন্ত উচ্চ চাপে মাটির নিচে…

 


 হলদিয়া রিফাইনারি পাইপ লাইনের উদ্যোগে স্বচ্ছতা অভিযানে


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড,ভারত সরকার অধিগৃহীত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা । এই সংস্থার পাইপলাইন ডিভিশন ভারতবর্ষের সর্ব প্রান্তে তেল ও গ্যাস অত্যন্ত উচ্চ চাপে মাটির নিচে দিয়ে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করে থাকে। আই ও সি এল প্রতিবছরের ন্যায় এ বছরও বেস ইনচার্জ জেনারেল ম্যানেজার শ্রী দেবদত্ত বিশ্বাস মহাশয় এর অনুপ্রেরণায় এবং সিনিয়র টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার শ্রী রণবীর কুমার বিশ্বকর্মা ও অপারেশন ম্যানেজার শ্রী সন্দীপ শা এর উদ্যোগে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেললাইন শ্রী অশোক কুমার ঢালী ও অফিস অ্যাসিস্ট্যান্ট শ্রী অরুন কুমার বেরা মহাশয় এর ব্যবস্থাপনায় ১লা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত স্বচ্ছতা পক্ষকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার স্বার্থে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প গ্রহণ করেছিলেন। তার অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুলে ও গ্রামে চারা গাছ বিতরণ,স্বচ্ছ ভারত সুস্থ ভারত সম্পর্কে সচেতনতা শিবির, ছাত্রীদের মধ্যে ন্যাপকিন সহ স্যানিটাইজার কিট বিতরণ, স্বচ্ছতার উপর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, চারা গাছ রোপন স্টীল ডাস্টবিন বিতরণ, প্রভাত ফেরি ও সার্বিকভাবে আপামোর জনসাধারণকে স্বচ্ছ ভারত সুস্থ ভারত সম্পর্কে সচেতন করবার জন্য চলমান সুসজ্জিত ট্যাবলো বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে ঘোরানো হয়। এর মাধ্যমে একদিকে যেমন পাইপ লাইনের কাছাকাছি বসবাসকারী মানুষের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের সম্পর্ক দৃঢ় হয় তেমনি পরিবেশকে সুরক্ষিত করতে মানুষকে পাশে পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়।

No comments