রথযাত্রায় মিড ডে মিলে আমিষের বদলে আম-দুধ! খুশি পড়ুয়ারা
গ্রীষ্মকাল মানেই আমে ভরা মরশুম।এই সময়ে আট থেকে আশি সকলেই আম খেতে ভালোবাসে। অম্বুবাচী থেকে শুরু হয়েছে আম দুধ কলা খাওয়ার প্রচলন। রথযাত্রা মানে আম, কলা, কাঁঠালের মরশুম। বাড়ি…
রথযাত্রায় মিড ডে মিলে আমিষের বদলে আম-দুধ! খুশি পড়ুয়ারা
গ্রীষ্মকাল মানেই আমে ভরা মরশুম।এই সময়ে আট থেকে আশি সকলেই আম খেতে ভালোবাসে। অম্বুবাচী থেকে শুরু হয়েছে আম দুধ কলা খাওয়ার প্রচলন। রথযাত্রা মানে আম, কলা, কাঁঠালের মরশুম। বাড়িতে বাড়িতে চলে আম কাঁঠালের ধূম। সেই প্রথা অনুযায়ী মিড ডে মিলে স্কুলে আম দুধ খাওয়ানো হলো। আম আর তার সঙ্গে যদি দুধ মিশে যায়,তাহলে তো সোনায় সোহাগা! এমনই তৃপ্তির খাবার পেল হলদিয়ার একটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।স্কুলে এসে এমন খাবার পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা। পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে রাজ্য সরকার স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করেছে। মিড ডে মিলে পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে।
ডাল,সবজি,ডিম,মাংসের পাশাপাশি শুক্রবার হলদিয়ার সুতাহাটা দক্ষিণ চক্রের অন্তর্গত ব্রজনাথচক স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে আম,দুধ খাওয়ানো হল। শতাধিক পড়ুয়ার পাশাপাশি আম-দুধ খেলেন স্কুলের শিক্ষক,শিক্ষিকারাও। আম দুধ খাওয়ার সাথে সাথেই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে আবেদন করলেন কাঁঠাল খাওয়ানোর জন্য।
No comments