Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে গড়া হচ্ছে নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি- চীনাংশু গোস্বামী

নন্দীগ্রামে গড়া হচ্ছে নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন  জেলা সভাপতি- চীনাংশু গোস্বামীমেদিনীপুর জেলায় আরও নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি নন্দীগ্রামে গড়া হচ্ছে । নবান্ন…

 



নন্দীগ্রামে গড়া হচ্ছে নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন  জেলা সভাপতি- চীনাংশু গোস্বামী

মেদিনীপুর জেলায় আরও নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি নন্দীগ্রামে গড়া হচ্ছে । নবান্নের এই ঘোষণায় নন্দীগ্রামে বাড়বে নিরাপত্তা । এমন পুলিশ প্রশাসনিক বিন্যাসে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন । যদিও শাসকদলের সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি শিবির । এমন ঘটনার পিছনে রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে বলে তারা মনে করছেন । কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী তিনি বলেন শাসক দল যেখানে যেখানে কম ভোট পেয়েছেন পরাজিত হচ্ছেন সেখানেই থানা পুলিশ ফাঁড়ি করার চেষ্টা করছেন। মানণীয়া নিজেই কি করতে চাইছেন নিজেই জানেন না ।

          সূত্রে জানা যায়,    একসময় তিনটি ব্লক নিয়ে নন্দীগ্রাম থানার পরিসর বিস্তৃত ছিল । কোথাও কোন অপরাধমূলক কাজ হলে থানায় অভিযোগ জানানোর জন্য পৌঁছতেই দীর্ঘ সময় লেগে যেত  । বিশেষ করে নন্দীগ্রাম তিন নম্বর ব্লক এলাকার মানুষজনের ভোগান্তি ছিল যথেষ্ট । সেই সমস্যা দূর করতে নন্দীগ্রাম তিন নম্বর ব্লক বর্তমান যা চণ্ডীপুর থানা হিসেবে পরিচিত । আজ থেকে ২৫ বছর আগে চণ্ডীপুর পৃথক থানার পরিচিতি পায় ।  বর্তমান নন্দীগ্রাম থানা এলাকায় নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ নম্বর ব্লক রয়েছে । এরিয়া ডমিনেশনের প্রয়োজনে দুই নম্বর ব্লকের রেয়াপাড়াতে রয়েছে পুলিশ ফাঁড়ি । এবং এক নম্বর ব্লকের তেখালিতে রয়েছে পুলিশ ফাঁড়ি । এই দুটি পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানার রূপ দেওয়া হচ্ছে । পাশাপাশি এক নম্বর ব্লকের সোনাচূড়ায় এবং দু নম্বর ব্লকের  তেরপেখ্যা লাগোয়া রামচকে নতুন দুটি পুলিশ ফাঁড়ি করা হচ্ছে । পুলিশ প্রশাসনের এই বিন্যাসের পেছনে রাজনৈতিক মতলব রয়েছে । এমনটাই মনে করছেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল । তিনি বলেন," রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার নন্দীগ্রামে বিজেপির উত্থানকে ভালো চোখে দেখছে না । নন্দীগ্রামে নতুন করে পুলিশ প্রশাসনিক এমন বিন্যাসে স্পষ্ট, ওরা নন্দীগ্রামকে জব্দ করতে চায় পুলিশ দিয়ে । যেখানে ডায়মন্ড হারবার,সন্দেশখালিতে পুলিশের কড়া নজরদারি নিয়ন্ত্রণ দরকার, তা করা হচ্ছে না । টার্গেট করা হয়েছে নন্দীগ্রামকে ।  নন্দীগ্রামকে জব্দ করবার এক সুপরিকল্পনা । এটা শাসকের ঘৃণ্য চক্রান্ত । নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ‌। ১৭টি থানা করলেও শুভেন্দু অধিকারীর মতো মানুষকে জব্দ করা যাবে না নন্দীগ্রামে ।" তবে নন্দীগ্রাম নিয়ে রাজ্য সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা । নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন,"বিজেপি যেভাবে নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতী ঢুকিয়ে তান্ডব করছে,সেই নিরিখে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । এলাকার মানুষকে শান্ত পরিবেশ উপহার দিতে, এলাকার নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকারের এই পদক্ষেপ, প্রশাসনিক দূরদর্শিতার পরিচয় ।" স্থানীয় বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুপিয়ান জানিয়েছেন,"রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে । এটা আরও আগে করতে পারলে এলাকায় শান্তি বজায় থাকতো ।" ২০২১ সালে বিধানসভা ভোটের আগে এবং পরে এলাকায় মারদাঙ্গা ঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাট, অত্যাচার নন্দীগ্রামের বেশ কিছু অংশে দেখা গিয়েছে । ভোট পরবর্তী হিংসায় খুনের ঘটনাও ঘটেছে । ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ঠ উত্তেজনা ছিল নন্দীগ্রাম এলাকায় । ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম এক নম্বর ব্লক জুড়ে রাজনৈতিক হিংসা, মারামারি, উত্তেজনা ছিল চরমে । চলতি বছরের লোকসভা ভোটের তিন দিন আগে খুনের ঘটনাও ঘটেছে নন্দীগ্রামে । ভোট পরবর্তী পরিস্থিতিতে ঘর লুটপাট ভাঙচুর, অত্যাচার হয়েছে । আজও পর্যন্ত বিচ্ছিন্নভাবে জারি হয়েছে হুমকি , শাসানি, অত্যাচারের রাজনীতি । এমন ভয়ের পরিবেশ থেকে রেহাই পেতে স্থানীয় মানুষ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌জানা যায়  যদিও সরকারিভাবে জেলা প্রশাসনের কাছে এখনো কোনো নির্দেশিকা আসেনি । বিশেষ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন,"সরকারিভাবে আমাদের কাছে এখনো কোনো সার্কুলার পৌঁছয়নি । সার্কুলার আসার পরে আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানতে পারবো । তারপর যা কিছু প্রশাসনিক নিয়মে হবে ।"

No comments