Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রামে ধাক্কা! যদিও তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি

শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রামে ধাক্কা! যদিও তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি
 তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলেও নন্দীগ্রামে ধাক্কা খেয়েছে । নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সার্বিক মূল্যায়নে বিজেপি প্রায় দুই হাজার ভোটে পরাজিত ।…

 

শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রামে ধাক্কা! যদিও তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি


 তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলেও নন্দীগ্রামে ধাক্কা খেয়েছে । নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সার্বিক মূল্যায়নে বিজেপি প্রায় দুই হাজার ভোটে পরাজিত । উল্টো দিকে নন্দীগ্রাম দু'নম্বর ব্লকে বিজেপি ১০,১১৯ টি ভোট লিড পেয়েছে । দু'নম্বর ব্লক সাংগঠনিকভাবে দুর্বল প্রমাণ করলেও এক নম্বর ব্লক নিজেদের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে সাংগঠনিক কাজে শক্তিশালী প্রমাণ করেছে । ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লিড ছিল সাড়ে দশ হাজার ভোট । ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই নন্দীগ্রাম ঘুরে দাঁড়াবার শক্তি ধরে বলে জানান দিতে পেরেছে । আপাতত প্রাপ্ত ভোটের নিরিখে সে কথাই বলতে হয় ।

       ‌      তমলুক লোকসভা এলাকার মধ্যে রয়েছে তমলুক এবং হলদিয়া দুটি পৌর এলাকা এবং ১৪ টি ব্লক । দুটি পৌর এলাকা সহ সমস্ত ব্লকে বিজেপি ‌ লিড পেয়েছে । কিন্তু ব্যতিক্রম নন্দীগ্রাম ১ নম্বর ব্লক । সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে ২১৪৩ টি ভোটে পিছিয়ে রয়েছে । এই ব্লকে রয়েছে ১০ টি গ্রাম পঞ্চায়েত । তাদের মধ্যে ৬টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের লিড রয়েছে । এগুলো যথাক্রমে দাউদপুর ৩২৪২ , শামসাবাদ ৩৭৮০,কালীচরণপুর ২৬২৮, কেন্দেমারি জালপাই ৪৩৯৬, নন্দীগ্রাম ৪১৪এবং মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে টিনেজার ৩৭৬৪ ভোট তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে  । অন্যদিকে বিজেপি লিড পেয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতে । সেগুলি হল সোনাচূড়া ৪৭৪৭, ভেকুটিয়া ৪৭০৯, হরিপুর ৩১০৬ এবং গোকুলনগর ৩৫১৯টি ভোট লিড পেয়েছে । নন্দীগ্রাম এক নম্বর ব্লকে বুথ রয়েছে ১৭৯ টি । বুথ ভিত্তিক নমুনায় তা স্পষ্ট হয়েছে  । সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৭ নম্বর বুথে বিজেপি প্রাপ্ত ভোট ৬৮, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৫৮টি ভোট । বিষপের থেকে তৃণমূলের ব্যবধান ৩৯০ টি ভোট । কেন্দেমারি জলপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ২১২ নম্বর বুথে বিজেপির প্রাপ্ত ভোট মাত্র১৪ টি । জায়গায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৮১ টি ভোট । বিজেপি থেকে তৃণমূলের ব্যবধান ৮৬৭ ভোট । দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৮৫ নম্বর বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৬০টি । সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০৪ টি ভোট । এখানে বিজেপির থেকে তৃণমূলের ৮৪৪ টি ভোটের ব্যবধান রয়েছে । অন্যদিকে বুথ ভিত্তিক এমন পর্যালোচনায়  দেখা গিয়েছে বিজেপি বহু বুথে এগিয়ে রয়েছে । যেমন গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৫৬ নম্বর বুথে বিজেপি পেয়েছে ৩০৮ টি ভোট । সেই জায়গা তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ১৪১টি ভোট । এখানে ব্যবধান ১৬৭ ভোট । সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৭১ নম্বর বুথে বিজেপি পেয়েছে ৮৬১ টি ভোট । সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ১২৫টি ভোট । বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ৭৩৬ টি ভোট কম পেয়েছে । 

           এই ভোট পর্যালোচনায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি এগিয়ে রয়েছে । প্রাপ্ত ভোটের নিরিখে দেখা গিয়েছে, বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রাপ্ত ভোট ৪৯৭৬ টি । তৃণমূল কংগ্রেস পেয়েছি ৩৯০২ টি ভোট । তৃণমূলের থেকে বিজেপির ব্যবধান ১০৭৪টি ভোট । বয়াল দু নম্বর ব্লকে বিজেপি পেয়েছে ৬৬০৫ টি ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৬৪১ টি ভোট । ব্যবধান ১৯৬৪ ভোট । খোদামবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চায়েতের ৫৭৬৬ টি । সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫০২৮ টি ভোট । তৃণমূলের থেকে বিজেপির ব্যবধান ৭৩৮ ভোট । খোদামবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পেয়েছে ৬৮৩৯ ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে  ৫০৪০ ভোট । ব্যবধান ১৭৮৯ ভোট । বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ১০১৩৪ ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২৪৪ ভোট । ব্যবধান ২৮৯০ ভোট । আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ৫৩৯৩ ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৯৫৬ ভোট । ব্যবধান ৪৩৭ ভোট । আমদাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ৬০৭৫ ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৯০৭ ভোট । ব্যবধান ১১৬৮ ভোট । সার্বিকভাবে নন্দীগ্রাম বিধানসভা এলাকার ১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৮৬ টি বুথে প্রাপ্ত ভোটের পাশাপাশি পোস্টাল ব্যালটের ৫৪৭২টি ভোট যুক্ত হয়েছে । সব মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভায় ১৩৩৮৯ ভোট বিজেপি লিড করেছে । সেই জায়গায় নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ২১৪৩ টি ভোট লিড পেয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে তৃণমূল কংগ্রেস । এ বিষয়ে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন,"আমরা বিজেপিকে সহজে জমি ছেড়ে দিইনি । আমাদের নেতাকর্মীরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপিকে টক্কর দিয়েছে । ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে আমরা যেমন বিজেপি থেকে গিয়েছিলাম এবার লোকসভা ভোটেও এগিয়ে রয়েছি । ওরা অন্যান্য জায়গায় সাফল্য পেলেও এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সেই সাহস দেখাতে পারেনি ।"

No comments