তিন আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
আগামী ১ জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে বিতর্কিত তিন আইন। এগুলি হল- ভারতীয় ন্যায় সংহিতা (২০২৩), ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (২০২৩), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (২০২৩)। এর সরাসরি ব…
তিন আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
আগামী ১ জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে বিতর্কিত তিন আইন। এগুলি হল- ভারতীয় ন্যায় সংহিতা (২০২৩), ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (২০২৩), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (২০২৩)। এর সরাসরি বিরোধিতা করে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিনটি আইন লাগুর দিন পিছোনোর আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গতবছর কোনওরকম আলোচনা ছাড়াই এই তিনটি বিল আইনে পরিণত করার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। এর বিরোধিতার ফলে সংসদের দুই কক্ষ থেকেই ১৪৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। ঘটনার পর তোলপাড় শুরু হয়েছিল দেশে। চিঠিতে গতবছরের সেই ঘটনার কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মমতা। মোদিকে ওই তিন আইন বাস্তবায়নের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এবিষয়ে নতুন করে আলোচনার জন্য নবনির্বাচিত সাংসদদের সামনে ওই তিন আইন উপস্থাপনের আর্জি জানিয়েছেন তিনি।
No comments