Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাধ্যমিকে রিভিউ-স্ক্রুটিনি: ফল বেরতেই পরিবর্তন সেরা দশের

মাধ্যমিকে রিভিউ-স্ক্রুটিনি: ফল বেরতেই পরিবর্তন সেরা দশের

 রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশের পরে কৃতী তালিকায় ব্যাপক রদবদল ঘটে গিয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। তার বেড়েছে দু’নম্ব…


মাধ্যমিকে রিভিউ-স্ক্রুটিনি: ফল বেরতেই পরিবর্তন সেরা দশের



 রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশের পরে কৃতী তালিকায় ব্যাপক রদবদল ঘটে গিয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। তার বেড়েছে দু’নম্বর। বালুরঘাট হাইস্কুলের সাত্বত দে’র দু’নম্বর বেড়ে যাওয়ায় সে সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। বালুরঘাট গার্লস হাইস্কুলের আবৃত্তি ঘটকের এক নম্বর বৃদ্ধি হওয়ায় সে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথের দু’নম্বর বৃদ্ধিতে সে নবম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। নতুন করে প্রথম দশে উঠে আসা ছাত্ররা হল—মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শুভ্রদীপ দাস এবং কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের সৌমাশিস দাস (দ্বাদশ থেকে সপ্তম), মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের আকিফ তাহমিদ (ত্রয়োদশ থেকে নবম), বালুরঘাট হাইস্কুলের সাগ্নিক সাহা (ত্রয়োদশ থেকে দশম), বামনগ্রাম এইচএমএম হাইস্কুলের ধ্রুবজ্যোতি মণ্ডল (একাদশ থেকে দশম), কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অনির্বাণ মণ্ডল এবং তমলুক হ্যামিল্টন হাইস্কুলের সাগ্নিক মাইতি (দ্বাদশ থেকে দশম)। পাঁচ নম্বর পর্যন্ত বেড়েছে সেরা দশের ছাত্রছাত্রীদের। 

No comments