Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কি তা হয় মহিলা দের সংরক্ষণ কত শতাংশ?

প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কি তা হয় মহিলা দের সংরক্ষণ কত শতাংশ?
মহিলাদের ক্ষমতায়নের গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছে সব রাজনৈতিক দলই। সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে ইতিমধ্যেই পাশ হয়েছে বিল। কিন্তু লোকসভা ভোটের ল…

 

প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কি তা হয় মহিলা দের সংরক্ষণ কত শতাংশ?


মহিলাদের ক্ষমতায়নের গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছে সব রাজনৈতিক দলই। সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে ইতিমধ্যেই পাশ হয়েছে বিল। কিন্তু লোকসভা ভোটের লড়াইয়ে রাজনৈতিক দলগুলিতে মহিলাদের টিকিট দেওয়ার প্রবণতা সেই তিমিরেই। ১৯৫৭ সালের ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল তিন শতাংশ। ২০২৪ সালে এসে তা ১০ শতাংশও ছুঁতে পারল না। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের রিপোর্টে এই পরিসংখ্যানই উঠে আসছে। পাঁচ বছর আগে ২০১৯ সালের লোলসভা ভোটে মহিলা প্রার্থী ছিলেন ৯ শতাংশ। এর ঠিক দশ বছর আগে ২০০৯ সালে মোট প্রার্থী ছিলেন ৭ হাজার ৮১০ জন। তার মধ্যে মহিলা প্রার্থী ছিলেন মাত্র ৫৫৬ জন। অর্থাৎ মাত্র সাত শতাংশ। আর এবার, অর্থাৎ ২০২৪ সালের ভোটে মোট ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৯৭। অর্থাৎ এবার মোট প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী মাত্র ৯.৬ শতাংশ। মহিলা প্রার্থী দেওয়ার শতাংশের নিরিখে শীর্ষে রয়েছে এনপিপি। তাদের তিন জন প্রার্থী মধ্যে দু’জন (৬৭ শতাংশ) মহিলা। এছাড়া বিজু জনতা দল ৩৩ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছে। এরপর রয়েছে আরজেডি। মোট প্রার্থীর মধ্যে তাদের মহিলা প্রার্থী ২৯ শতাংশ। মহিলা প্রার্থী দেওয়ার নিরিখে নীচের দিকে অবস্থান করছে এআইএডিএমকে এবং ফরওয়ার্ড ব্লক। তাদের মোট প্রার্থীর মধ্যে মহিলা মাত্র তিন শতাংশ। এক্ষেত্রে বলার মতো পরিসংখ্যান নেই ক্ষমতাসীন বিজেপি বা প্রধান বিরোধী কংগ্রেসের কাছেও। বিজেপির মোট প্রার্থীর মধ্যে মহিলা ১৬ শতাংশ। কংগ্রেসের আরও কম, ১৩ শতাংশ।

No comments