Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভক্ষণ

শুভক্ষণ-
ও পৃথিবী তুমি কোথায়?আমি তো তোমারই গর্ভজাত।দুয়ারে খিল এঁটে সারা পাড়া এখন নিদ্রামগ্ন।এখন নিশুতি রাত, শেয়ালের হাঁক-ডাক,তারই মাঝে কে যেন ডাকে! অবনী বাড়ী আছ?নিদ্রাচ্ছন্ন তল্লাট জুড়ে নিঃশব্দ আতঙ্ক, থমথমে প্রতিধ্বনী!!!যেন আস্ত এ…

 





শুভক্ষণ-


ও পৃথিবী তুমি কোথায়?

আমি তো তোমারই গর্ভজাত।

দুয়ারে খিল এঁটে সারা পাড়া এখন নিদ্রামগ্ন।

এখন নিশুতি রাত, শেয়ালের হাঁক-ডাক,

তারই মাঝে কে যেন ডাকে! 

অবনী বাড়ী আছ?

নিদ্রাচ্ছন্ন তল্লাট জুড়ে নিঃশব্দ আতঙ্ক, থমথমে প্রতিধ্বনী!!!

যেন আস্ত একটা উদ্ভ্রান্ত শৈলজ সভ‍্যতার স্মৃতি উৎসব।

এখন তোমার সর্বাঙ্গে চলছে বংশবৃদ্ধির অবিশ্রাম নিসর্গ সভ‍্যতা।

বলতে পারবে কবে ধরণীর বুকে জন্ম হলো 

জলের? প্রাণের? বৃক্ষরাজির?

অবনী শুনতে পাচ্ছ?

কবে জন্ম নিল গন্ধ বর্ণ ক্রোধ তিতিক্ষা?

যেন সাম্বৎসরিক ফেকাসে সফেদ হিমক্রান্ত শীত শেষে

বিস্তীর্ণ আগুনরঙা আনন্দ বসন্ত সমাগম।

বার বার প্রশ্ন জাগে মনে,

সাত সমুদ্র তেরো নদীর বিজ্ঞান রহস‍্যটাই বা কি?

ধ্বংস পেরিয়ে বিজ্ঞান? না কি মৃত‍্যু পেরিয়ে জন্ম?

আমরা আবহমান ধ্বংস ও নির্মাণে।

নিশ্চিন্তে দু'পা হাঁটাহাঁটির এক টুকরো বিশ্বাস 

সম্প্রীতিময় শক্ত জমি,

যার উপর টান টান মাথা তুলে সটান ছুঁয়ে দেব পিতা আকাশকে।

আকাশ দেবে সাহস, তুমি দেবে শক্তি।

আকাশ দেবে স্বপ্ন, তুমি দেবে শিরদাঁড়া।

আরুণী, তোমার শঙ্খধ্বনীর নিরঙ্কুশ ঘোষণায়

জন্ম নেব আমি।

দুয়ার আঁটা ঘুমন্ত তল্লাটের সমস্ত ধানক্ষেতে,

ঘোষিত হবে কারখানার চিমনিতে চিমনিতে জন্মের সেই শুভক্ষণ।

No comments