ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/4kyX7Q2RFNs
ভোট পরবর্তী হিংসা অব্যাহত! শিল্পশহর হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায়?হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামের সিপি…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/4kyX7Q2RFNs
ভোট পরবর্তী হিংসা অব্যাহত! শিল্পশহর হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায়?
হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামের সিপিআইএম পার্টি কার্যালয়ের উপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর আক্রমণ, সূত্রে জানা যায়, অফিস ভাঙচুর এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুঠ করে।সেইসঙ্গে এই এলাকার (৫৮,৫৯ নম্বর বুথ) যারা সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন এবং সিপিএমের বুথ কনভেনার ছিলেন এবং সিপিআইএম কর্মী এই নির্বাচনে প্রচারের করেছে তাদের বাড়ির উপর আক্রমণ করে,হুমকি ভয় দেখানো এবং শেষ পর্যন্ত চারটি পাঁচটি পরিবারের জলের লাইন কেটে দেয়। অভিযোগ করেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়েক। তিনি বলেন এসডিও,বিডিও ও ওসি কে বিষয়টি জানানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস্ত করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা যুব সমাজ সভাপতি যশোরাজ ব্রহ্মচারী তিনি বলেন তৃণমূল নেতৃত্বরা এবার এ কাজ করতে পারেনা এটা সিপিএমের দলীয় কোন্দল অথবা । সিপিএম শুধু তৃণমূল ভুত দেখছে।
No comments