Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারের পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরুপূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। সেই তমলুক শহরেই রয়েছে মেডিকেল কলেজ। তমলুক শহর সহ হাসপাতাল ম…

 



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারের পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু

পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। সেই তমলুক শহরেই রয়েছে মেডিকেল কলেজ। তমলুক শহর সহ হাসপাতাল মোড়, নিমতলা মোড়, মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করছে। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বৈঠকের পর তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক আবজল এবরার, তমলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌর প্রধান লীনা মাভই রায় সহ একাধিক কাউন্সিলররা ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভায় একটি বৈঠক রয়েছে ওই বৈঠকের পরে শুক্রবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। উল্লেখ্য এর আগেও বহুবার ফুটপাতার উপর বসে অবৈধ ব্যবসায়িদারদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা। তা সত্ত্বেও বারে বার  কাদের মদতে সরকারি ফুটপাতে ব্যবসা করছে এখন সেটাই প্রশ্ন।

No comments