বিজয় মিছিল করায় হলদিয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ধৃত৩
রবিবার রাতে হলদিয়ার বাড়উত্তরহিংলি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুরে বিজয় মিছিল করায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির ছয় নেতা কর্মী জখম হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে সশ…
বিজয় মিছিল করায় হলদিয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ধৃত৩
রবিবার রাতে হলদিয়ার বাড়উত্তরহিংলি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুরে বিজয় মিছিল করায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির ছয় নেতা কর্মী জখম হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনায় ভবানীপুর থানার পুলিস তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তিনজনকে সোমবার গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আনন্দপুরের ১৮৯ নম্বর বুথের বিজেপি কর্মীরা মিছিল করেন। খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। বিজেপির অভিযোগ, রাত সাড়ে ৯টা নাগাদ অনুষ্ঠান শেষে মাইক খোলার সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে পাঁচজন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, ঘটনায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পঞ্চানন ভুঁইয়া সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা চন্দন সামন্ত বলেন, তৃণমূল পরিকল্পিত হামলা চালিয়েছে। আমাদের কর্মী পূর্ণচন্দ্র গায়েনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, বিজেপি বিজয় মিছিলের সময় গালিগালাজ করেছিল। তার জেরেই ওই ঘটনা ঘটেছে। তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে দল সমর্থন করে না। দোষীদের বিরুদ্ধে নিশ্চয়ই পুলিস ব্যবস্থা নেবে।
No comments