Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ ২০ জুন: 'বিশ্ব উদ্বাস্তু দিবস'

আজ ২০ জুন: 'বিশ্ব উদ্বাস্তু দিবস'পৃথিবী জুড়ে ছিন্নমূল, উদ্বাস্তু মানুষের স্মৃতি স্মরণ করার দিন ২০ জুন। ২০০১ সাল থেকে , রাষ্ট্রসংঘের উদ্যোগে দিনটি পালিত হচ্ছে। গত শতকের মাঝামাঝি ভারতের স্বাধীনতা ও দেশভাগের পর হাজার হাজার …

 





আজ ২০ জুন: 'বিশ্ব উদ্বাস্তু দিবস'

                

পৃথিবী জুড়ে ছিন্নমূল, উদ্বাস্তু মানুষের স্মৃতি স্মরণ করার দিন ২০ জুন। ২০০১ সাল থেকে , রাষ্ট্রসংঘের উদ্যোগে দিনটি পালিত হচ্ছে। গত শতকের মাঝামাঝি ভারতের স্বাধীনতা ও দেশভাগের পর হাজার হাজার মানুষ ওপারের বাংলা থেকে সব খুইয়ে নিঃস্ব, রিক্ত হয়ে এপারে চলে আসতে বাধ্য হয়েছেন। ওপার বাংলার সেই উৎপাটিত মানুষের কথা সাহিত্যে , ঋত্বিক ঘটকের ছবিতে আছে। নাৎসি অত্যাচারে শত শত মানুষ নিরাশ্রয় হয়েছে। উপনিবেশবাদ ও গোষ্ঠী তথা জাতি দাঙ্গায় আফ্রিকার দেশে দেশে জন্মভিটে থেকে  উচ্ছিন্ন মানুষের হত্যা ও হাহাকারের বোবা সাক্ষী হয়ে আছে ইতিহাস। আর আমরা যারা হলদিয়া শহরের মানুষ, তাদের কাছে উদ্বাস্তু হওয়ার আলাদা সংজ্ঞা রয়েছে। সবই সেই জন্মভিটে হারানোর কান্নার কাহিনী। শিল্প হয়েছে, বাস্তুহারা, জমি হারা হয়েছেন হলদিয়ার মানুষ। তাঁরা সবাই শিল্পের উদ্বাস্তু। তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসনও দেওয়া হয়েছে। হলদিয়ার দুর্গাচক টাউনে রয়েছে পুনর্বাসন কলোনি। পরে পেট্রকেমের উদ্বাস্তু কলোনির নাম বদলে হয় ক্ষুদিরামনগর। এরকম ১০-১৫টি উদ্বাস্তু কলোনি রয়েছে হলদিয়ায়। এখন প্রাকৃতিক দুর্যোগে উদ্বাস্তু হচ্ছে মানুষ।

No comments