২৫ বৎসর বয়সেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে চলছেন সদ্য নির্বাচিত চার সাংসদ
বয়স মাত্র ২৫। আর সেই বয়সেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে চলেছেন সদ্য নির্বাচিত চার সাংসদ। দেশের মধ্যে কনিষ্ঠতম সাংসদ হিসেবেই তালিকাভুক্ত হচ্ছেন তাঁরা। দ…
২৫ বৎসর বয়সেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে চলছেন সদ্য নির্বাচিত চার সাংসদ
বয়স মাত্র ২৫। আর সেই বয়সেই গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে চলেছেন সদ্য নির্বাচিত চার সাংসদ। দেশের মধ্যে কনিষ্ঠতম সাংসদ হিসেবেই তালিকাভুক্ত হচ্ছেন তাঁরা। দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে আলাদা আলাদা দলের প্রার্থী হলেও মিল রয়েছে শুধুই বয়সে। এমনই চার সাংসদ হলেন- পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, শম্ভাবি চৌধুরী ও সঞ্জনা যাটভ।
শম্ভাবি চৌধুরী বিহারের সমস্তিপুর থেকে এলজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি বিহারের মন্ত্রী অশোক চৌধুরীর কন্যা। হারিয়েছেন কংগ্রেস প্রার্থী সানি হাজারিকে। এনডিএ শিবিরের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী বলে শম্ভাবিকে সম্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সঞ্জনা যাটভ কংগ্রেসের হয়ে রাজস্থানের ভরতপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। গণনার শেষে দেখা গিয়েছে বিজেপির রামস্বরূপ কোলিকে ৫১ হাজার ৯৮৩ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। মাত্র কয়েক মাস আগেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন সঞ্জনা। কিন্তু বিজেপির রমেশ খেড়ির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরে যান তিনি। সঞ্জনার স্বামী রাজস্থান পুলিসের একজন কনস্টেবল।
অপরদিকে সমাজবাদী পার্টির দুই সাংসদ পুষ্পেন্দ্র ও প্রিয়া সরোজ। উত্তরপ্রদেশের কৌশম্বী আসনে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন সপার পুষ্পেন্দ্র। বিদায়ী বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকরকে ১ লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক ইন্দ্রজিৎ সরোজের পুত্র হলেন পুষ্পেন্দ্র। তেমনই, সপার টিকিটে মছলিশহর থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছেন ২৫ বছরের প্রিয়া সরোজ। তিনবারের সাংসদ তুফান সরোজের কন্যা তিনি। বিজেপির বিদায়ী সাংসদ ভোলানাথকে ৩৫,৮৫০ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন প্রিয়া।
No comments