হলদিয়া শহরে বাইক বাহিনীর তান্ডবে প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার
হলদিয়ায় গত দুদিন আগে রাতে বাইক চেকিং এর সময় কয়েকজন একটা বাইকে করে এসে সজরে ধাক্কা মারেন এক কর্মারত সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দিন রাতে প…
হলদিয়া শহরে বাইক বাহিনীর তান্ডবে প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার
হলদিয়ায় গত দুদিন আগে রাতে বাইক চেকিং এর সময় কয়েকজন একটা বাইকে করে এসে সজরে ধাক্কা মারেন এক কর্মারত সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দিন রাতে পুলিশ চেকিং করছিল গাড়ি গুলিকে সেই মুহূর্তে মদ্যপ অবস্থায় একটা বাইকে তিনজন লোক এসে সজরে ধাক্কা মেরে চলে যায় একটা সিভিক কে এবং তার সঙ্গে ছিল একজন কনস্টেবল এবং আরো কয়েকজন পুলিশ এবং সিভিক। তড়িঘড়ি হলদিয়া সাব ডিভিশান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় অত্যন্ত খারাপ অবস্থা ছিল সেই সিভিকের। তারপরই চলে যায় কোমায় এবং আজ মৃত্যু ঘটে সেই সিভিক ভলেন্টিয়ারের দুর্গাচক থানার হয়ে কাজ করতেন তিনি। মৃত সিভিকের নাম সুরজিৎ কালশা তেনার বাড়ি বানেশ্বর চক স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার দুর্গাচক থানার ভারপ্রাপ্ত পুলিশেরা এসে পরিবারের পাশে দাঁড়ান। আজ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে বলে জানা যায় সুত্রমাফিক। দোষীদের শাস্তি দেওয়ার কথা বলেন এবং দোষীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। এই ঘটনার পর এলাকা জুড়ে নেমে এলো শোকের ছায়া।
No comments