Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাস মালিক সংগঠনের সাধারণ সভা এগরায় একাধিক কর্মসূচি

বাস মালিক সংগঠনের সাধারণ সভা এগরায় একাধিক কর্মসূচি  রবিবার ২৮ জুলাই এগরায় মেদিনীপুর রিজিয়ন ইন্টার রিজিওন ইন্টার স্টেট বাস সার্ভিস অ্যাসোসিয়েশনের ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিসির লজে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম…

 





 বাস মালিক সংগঠনের সাধারণ সভা এগরায় একাধিক কর্মসূচি 

 রবিবার ২৮ জুলাই এগরায় মেদিনীপুর রিজিয়ন ইন্টার রিজিওন ইন্টার স্টেট বাস সার্ভিস অ্যাসোসিয়েশনের ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিসির লজে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা ভাইস চেয়ারম্যান তথা জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি, পূর্ব মেদিনীপুর ইউনিফায়েড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেরা সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের ১৫০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিন আলোচনায় উঠে আসে, সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে গেলে বিভিন্ন রুটে ‘ম্যানেজমেন্ট’ নামে মুষ্টিমেয় কয়েকজন রয়েছে। এটি একটি দালালচক্র হিসেবে কাজ করছে। তারা বাস ছাড়ার টাইম যাত্রীদের জানিয়ে দেওয়া কিংবা সিটে যাত্রী ভর্তি করে দেওয়ার নানা কায়দায় নামে টাকা তোলে। প্রতিদিন ৫০০-৭০০টাকা তাদের হাতে তুলে দিতে হয়। এই প্রথা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। পূর্ব মেদিনীপুর ইউনিফায়েড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শিবপ্রসাদ বেরা বলেন, বাস ঠিক সময়ে আসে এবং যাত্রী ভর্তি হয়। কিন্তু ‘ম্যানেজমেন্ট’এর নামে ওই সমস্ত লোকজনদের অযথা টাকা দিতে হয়। এতে বাস মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। এই প্রথা বন্ধ করার দাবি জানিয়ে কাঁথির মহকুমা শাসক ও মহকুমা পুলিস আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পরবর্তীকালে জেলার ডিএম এবং এসপির কাছে তাদের দাবি পত্র পৌঁছানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সূত্রে জানা যায়,আজকের সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন সব্যসাচী সী, এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগল কৃষ্ণ দাস মোট ৭ জনের কমিটি নির্বাচিত হয়েছেন।

No comments