অম্বুবাচীতে মিড ডে মিলে আমিষের বদলে আম-দুধ! খুশি পড়ুয়ারাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/T0QAdNU7T54
গ্রীষ্মকাল মানেই আমের ভরা মরশুম।এই সময়ে আট থেকে আশি সকলেই আম খেতে পছন্দ করেন। অম্বুবাচীতে আম দুধ কলা খাওয়ার প্রচলন রয়েছে …
অম্বুবাচীতে মিড ডে মিলে আমিষের বদলে আম-দুধ! খুশি পড়ুয়ারা
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/T0QAdNU7T54
গ্রীষ্মকাল মানেই আমের ভরা মরশুম।এই সময়ে আট থেকে আশি সকলেই আম খেতে পছন্দ করেন। অম্বুবাচীতে আম দুধ কলা খাওয়ার প্রচলন রয়েছে বাড়িতে বাড়িতে। সেই প্রথা অনুযায়ী মিড ডে মিলে স্কুলে আম দুধ খাওয়ানো হলো। আম আর তার সঙ্গে যদি দুধ মিশে যায়,তাহলে তো সোনায় সোহাগা! এমনই তৃপ্তির খাবার পেল হলদিয়ার একটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।স্কুলে এসে এমন খাবার পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা। পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বাড়াতে রাজ্য সরকার স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করেছে। মিড ডে মিলে পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে। ডাল,সবজি,ডিম,মাংসের পরিবর্তে বুধবার হলদিয়ার সুতাহাটা দক্ষিণ চক্রের দোরো শোভারামপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে আম,দুধ খাওয়ানো হল। শতাধিক পড়ুয়ার পাশাপাশি আম-দুধ খেলেন স্কুলের শিক্ষক,শিক্ষিকারাও।
No comments