ভূয়ো এজেন্ট ধরলো -ডায়মন্ড হারবার এর সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান
ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের শেষ নির্বাচনের দিন ভূয়া এজেন্ট ধরল ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান সিপিআইএম প্রার্থী।দক্ষিণ ২৪ পরগনা জেলার…
ভূয়ো এজেন্ট ধরলো -ডায়মন্ড হারবার এর সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান
ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের শেষ নির্বাচনের দিন ভূয়া এজেন্ট ধরল ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান সিপিআইএম প্রার্থী।দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার কেন্দ্রে কানপুর জিপির আটকৃষ্ণরামপুরের ঘটনা।
সূত্রে জানা যায়, তৃণমূলের যে এজেন্ট রয়েছে তার কোন ফর্ম ফিলাপ করা নাই এমনকি তার নামও নেই। তাহলে কিভাবে এজেন্ট হিসেবে ঢুকলো। এই নিয়ে পিআইডি অফিসারের সঙ্গে বিতর্ক লেগে যায় প্রতিকুর রহমানের।শেষ পর্যন্ত ওই এজেন্টকে পুলিশের হাতে তুলে দেয়। ডায়মনহারবার প্রার্থী প্রতিকুর রহমান।
No comments