Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়াপর্যদের তরফে জানানো হল : এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং।পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা।মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ গত ব…

 



WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

পর্যদের তরফে জানানো হল : এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং।পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা।

মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার

প্রথম দশে আছেন ৫৭ জন

দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায়

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হল


এবছর মেধাতালিকায় রয়েছে মোট ৫৭ জন পরীক্ষার্থী।


পূর্ব মেদিনীপুর জেলা থেকে রয়েছে ৭ জন পরীক্ষার্থী।





মাধ্যমিকে প্রথম: চন্দ্রচূড় সেন

প্রাপ্ত নম্বর ৬৯৩

কোচবিহার রামভোলা হাইস্কুল



মাধ্যমিকে দ্বিতীয়: সাম্যপ্রিয় গুরু

প্রাপ্ত নম্বর: ৬৯২

পুরুলিয়া জেলা স্কুল


মাধ্যমিকে তৃতীয়: উদয়ন প্রসাদ

প্রাপ্ত নম্বর: ৬৯১

বালুরঘাট হাইস্কুল,দক্ষিণ দিনাজপুর।

হলদিয়ার আলেখ্য মাইতি সপ্তম হয়েছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, আলেখ্যর বাবা হলদিয়া আইওসি রিফাইনারির কর্মী।

হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের দুই ছাত্র মেধা তালিকায় রয়েছে। একজন সপ্তম স্থানে, অন্যজন নবম স্থানে



কৌস্তভ মাল: সপ্তম

বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুল,পূর্ব মেদিনীপুর।

প্রাপ্ত নম্বর: ৬৮৭



 সাগ্নিক ঘটক: নবম

বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুল,পূর্ব মেদিনীপুর।

প্রাপ্ত নম্বর: ৬৮৫

এগরার রামকৃষ্ণ শিক্ষা মন্দির 

থেকে দুজন  9th rank

কাঁথি মডেল ইনস্টিটিউশন থেকে দুজন 10th rank করেছে।



7th শুভম কুমার রায় ৬৭৮
 জ্ঞান-দীপ বিদ্যাপীঠ এগরা 

7th কৌস্তব মাল ৬৮৭ বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষানিকেতন 


9th সায়ক শাসমল ৬৮৫ রামকৃষ্ণ শিক্ষা মন্দির 

9th সাগর জানা ৬৮৫ রামকৃষ্ণ শিক্ষা মন্দির 


9th সান্নিক ঘটক ৬৮৫  বিবেকানন্দ মিশন আশ্রম 
 শিক্ষানিকেতন

10th সম্পদ পড়িয়া ৬৮৪ কন্টাই মডেল হাই স্কুল 

10th রিতম দাস ৬৮৪ কন্টাই মডেল


No comments