অবশেষে বৃষ্টি এলো: বিশ্বনাথ মান্না
বৃষ্টি এলো ঝমঝমিয়ে সঙ্গে ঠাণ্ডা হাওয়া, হাটে যাওয়া পন্ড হলো কি হবে আজ খাওয়া। মেঘ ডাকছে চড়াম চড়াম বাজ পড়ছে খুব, বিছানায় ভয়ে শুয়ে থাকি অবাক চোখে চুপ। গরম হাওয়া পগার হলো ঠাণ্ডা বাতাস বেশ, বৃষ্টি…
অবশেষে বৃষ্টি এলো: বিশ্বনাথ মান্না
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
সঙ্গে ঠাণ্ডা হাওয়া,
হাটে যাওয়া পন্ড হলো
কি হবে আজ খাওয়া।
মেঘ ডাকছে চড়াম চড়াম
বাজ পড়ছে খুব,
বিছানায় ভয়ে শুয়ে থাকি
অবাক চোখে চুপ।
গরম হাওয়া পগার হলো
ঠাণ্ডা বাতাস বেশ,
বৃষ্টি আরো ঝরুক পড়ে
গরম হাওয়া শেষ।
খেচুড়ি হলে মন্দ হয় না
সঙ্গে ডিম ভাজা,
চাঠনিও থাকনা পাতে
মনটা হবে তাজা।
No comments