রোদ্দুর- বিশ্বনাথ মান্না
প্রখর তাপে শরীর কাঁপে ঝরছে শুধু ঘাম,রবির জ্বালায় প্রাণ বুঝি যায় একটু বাবা থাম ।ও দিদিভাই বর্ষারানী একটা কিছু করো ,রবির মাথায় জল ঢেলে দাও ঝরঝরিয়ে ঝরো ।
রোদ্দুর- বিশ্বনাথ মান্না
প্রখর তাপে শরীর কাঁপে
ঝরছে শুধু ঘাম,
রবির জ্বালায় প্রাণ বুঝি যায়
একটু বাবা থাম ।
ও দিদিভাই বর্ষারানী
একটা কিছু করো ,
রবির মাথায় জল ঢেলে দাও
ঝরঝরিয়ে ঝরো ।
No comments