কাঁথি- তমলুক আসন জিতে দেখাক আর নন্দীগ্রাম বিধানসভায় লিড নিয়ে দেখাক অভিষেক চ্যালেঞ্জ -শমীক
আগামী ২৫ মে পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথিতে নির্বাচন রয়েছে। রবিবার ১৯ শে মে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থ…
কাঁথি- তমলুক আসন জিতে দেখাক আর নন্দীগ্রাম বিধানসভায় লিড নিয়ে দেখাক অভিষেক চ্যালেঞ্জ -শমীক
আগামী ২৫ মে পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথিতে নির্বাচন রয়েছে। রবিবার ১৯ শে মে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিত গাঙ্গুলি সমর্থনে মহিষাদল সভা করতে এসে অভিষেকের মন্তব্যের জবাব দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অভিষেক কেশপুরের সভায় মন্তব্য করে বলেন, চোর চিটিংবাজরা সব বিজেপিতে। অভিষেকের এই ধরনের মন্তব্যের পরিপেক্ষিতে শমীক বলেন, আগে পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা তমলুক ও কাঁথি জিতে দেখাক আর নন্দীগ্রাম বিধানসভায় লিড পেয়ে দেখাক তারপর কোন দলে চোর চিটিংবাজ রয়েছে বোঝা যাবে। পাশাপাশি খাদিকুলে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বলেন, ২০২৩ সালে ১৬ ই মে এলাকায় বোমা বিস্ফোরনে ১১ জনের মৃতু হয়। তার পরেও শাসসকদলের মদতে বোমা তৈরি চলছে। তৃণমূল দলটাই বোমা আর দুষ্কৃতকারীদের নিয়ে চলছে। নির্বাচন কমিশন কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে। দলদাস পুলিশদের বদলি করা হয়েছে। এই জেলার এক এসডিপিও ও দুই অসিকে বদলি করা হয়েছে।
No comments