Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গের সব আসনে মোট ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১১২ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধের মামলা চলছে

পশ্চিমবঙ্গের সব আসনে মোট ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১১২ জনের  বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধের মামলা চলছে
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব আসনে মোট ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১১২ জনের (২২.০৯ শতাংশ) বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধের…

 

পশ্চিমবঙ্গের সব আসনে মোট ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১১২ জনের  বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধের মামলা চলছে


এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব আসনে মোট ৫০৭ জন প্রার্থীর মধ্যে ১১২ জনের (২২.০৯ শতাংশ) বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধের মামলা চলছে। এই নিরিখে সব দলের মধ্যে এগিয়ে বিজেপি। তাদের ৪২ জন প্রার্থীর মধ্যে ২৯ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে (প্রায় ৭০ শতাংশ)। সিপিএমের ২৩ জন ও তৃণমূল কংগ্রেসের ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। এসইউসি ৪২ কেন্দ্রে প্রার্থী দিলেও তাঁদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই।

বুধবার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে প্রার্থীদের নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে জানা যাচ্ছে, রাজ্যে এক কোটি টাকার বেশি সম্পদের অধিকারী প্রার্থী ১২৮ জন। মহিলা প্রার্থীর সংখ্যা ৭২। শতাংশের বিচারে মোট প্রার্থীর ১৪ শতাংশ মহিলা। সর্বভারতীয় গড়ের নিরিখে পশ্চিমবঙ্গে মহিলা প্রার্থী বেশি। দেশে মোট ৭৯৭ জন (৯.৫৫ শতাংশ) মহিলা এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। লোকসভা নির্বাচনে প্রার্থীদের পেশ করা হলফনামার ভিত্তিতে ইলেকশন ওয়াচ প্রতিটি দফার ভোটে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, তাঁদের সম্পদ, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিষয়ে পৃথক রিপোর্ট পেশ করেছিল। বুধবার সপ্তম তথা শেষ দফার ভোটের প্রার্থীদের নিয়ে তারা রিপোর্ট পেশ করে। সংগঠনের রাজ্য কো-অর্ডিনেটর উজ্জয়িনী হালিম জানিয়েছেন, ভোটের ফল প্রকাশের পর জয়ী প্রার্থীদের উপর তারা রিপোর্ট পেশ করবেন।

সপ্তম দফায় রাজ্যে যে ৯টি লোকসভা আসনে ভোট হবে, তার মধ্যে সম্পদের নিরিখে এক নম্বরে আছেন জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী। তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পদ ২০ কোটি টাকার কিছু বেশি। ফৌজদারি মামলার সংখ‌্যায় এক নম্বরে আছেন (১৪টি) বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। আর দু’নম্বরে ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। তাঁর বিরুদ্ধে ১৩টি ফৌজদারি মামলা বিচারাধীন।

এছাড়া বাৎসরিক আয়ের ভিত্তিতে এক নম্বরে আছেন ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন ওয়াচের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরে আয়কর রিটার্নে প্রার্থী ও তাঁর স্ত্রী মিলিয়ে ১ কোটি ৪৩ লক্ষ টাকা আয়ের উল্লেখ করেছেন। এর মধ্যে প্রার্থীর নিজস্ব আয় ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা। বাংসরিক আয়ের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে তৃণমূল কংগ্রেসের বারাসত কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ও বিজেপির জয়নগরের প্রার্থী অশোক কাণ্ডারী।

No comments