আজ শুক্রবার প্রকাশিত হল এবছরের হাই মাদ্রাসা,আলিম ও ফালিজের ফলাফল
এবছর মোট ৪৫,৫০৬ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসে ছিলেন।তাঁদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ১৫, ৩১৬ জন।এবং মহিলা পরীক্ষার্থী ৩০,১৯০ জন।সফল হয়েছে শতকরা হারে ৮৯.৯৭ শতাংশ।এব…
আজ শুক্রবার প্রকাশিত হল এবছরের হাই মাদ্রাসা,আলিম ও ফালিজের ফলাফল
এবছর মোট ৪৫,৫০৬ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসে ছিলেন।তাঁদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ১৫, ৩১৬ জন।এবং মহিলা পরীক্ষার্থী ৩০,১৯০ জন।সফল হয়েছে শতকরা হারে ৮৯.৯৭ শতাংশ।
এবছর হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম হয়েছে মালদা জেলার রামনগর হাই মাদ্রাসার সাহিদুর রহমান।তাঁর প্রাপ্ত নম্বর (৭৭৮)
হাই মাদ্রাসায় রাজ্যে যুগ্ম দ্বিতীয় মুর্শিদাবাদ জেলার তামান্না সুলতানা এবং রামিজ পারভেজ।প্রাপ্ত নম্বর (৭৭৫)
হাই মাদ্রাসায় রাজ্যে তৃতীয় মালদার মুহাম্মদ ইব্রাহিম।প্রাপ্ত নম্বর (৭৭৩)
[03/05, 3:47 pm] P SHYMALSEN. 2: *হাই মাদ্রাসার পাশাপাশি আজ ফাজিলের ফলাফল প্রকাশিত হয়েছে।*
ফাজিলে ৫৫৯ পেয়ে রাজ্যে প্রথম হয়েছে বসিরহাট আমিনিয়ার সিনিয়র মাদ্রাসার সইদুল সাঁপুই।
৫৫৭ নম্বর পেয়ে দ্বিতীয় মোস্তাফিজুর রহমান
৫৫৫ পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে মাহাবুব হাসান মণ্ডল ও শেখ সাহিদ আকতার।
No comments