আড়াই লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গাঙ্গুলি, সাংসদ নয় তমলুক ও হলদিয়াকে সাজানোর দায়িত্ব দেবেন মোদিজি- শুভেন্দু
আড়াই লক্ষের বেশি ভোটে জিতবেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তিনি শুধু সাংসদ হিসাবে নয় তমলুক ও হলদিয়া…
আড়াই লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গাঙ্গুলি, সাংসদ নয় তমলুক ও হলদিয়াকে সাজানোর দায়িত্ব দেবেন মোদিজি- শুভেন্দু
আড়াই লক্ষের বেশি ভোটে জিতবেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তিনি শুধু সাংসদ হিসাবে নয় তমলুক ও হলদিয়ার উন্নয়নের কাজের দায়িত্ব দেবেন মোদিজি। এমনটাই শনিবার অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন জমার শোভাযাত্রায় অংশগ্রহণ করে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের মানুষ চাইছেন অভিজিৎবাবুকে। তাই উৎসাহের সাথে মানুষ মনোনয়নে হাজির হয়েছেন।এদিন তমলুকের রাজ ময়দান থেকে শোভাযাত্রা সহকারে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরের হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। মানুষের ঢলই বলে দিচ্ছে অভিজিৎবাবু জয়লাভ করছে।
No comments