Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা রওনা হলেন?

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা রওনা হলেন? আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সপ্তম দফায় সারা ভারতবর্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ শে মে ষষ্ঠ দফার নির্বাচন হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে ভ…

 



গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীরা রওনা হলেন? 

আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সপ্তম দফায় সারা ভারতবর্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ শে মে ষষ্ঠ দফার নির্বাচন হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সকাল থেকে শুরু হবে ভোট কর্মীরা, যারা ভোট নেবেন তাদের দায়িত্ব বুঝে নিয়ে হলদিয়া   এসডিও অফিস থেকে তারা ইভিএম মেশিন নিয়ে রওনা হলেন। 

মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকায়। আপাময়  ভোটারদের কাছে তাদের ভোট নেবেন গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে সেই দায়িত্ব নিয়ে ভোট কর্মীরা আজ রওনা হলেন ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে। ভোট যুদ্ধের আগেই রক্ত ঝরেছে  তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে সেই রক্তাক্ত নন্দীগ্রামে ভোট কর্মীরা যাচ্ছেন মনে বল সাহস নিয়ে তারা জানালেন সেন্ট্রাল ফোর্স রয়েছে আর মনে জোর উদ্দম্য শক্তি নিয়ে  গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা বেরিয়ে পড়লেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সেন্ট্রাল পুলিশ রয়েছে এলাকার ভোটারগন রয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা যেমন তাদের ভোট প্রয়োগ করবেন আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা ভোটে কাজে  অংশগ্রহণ করব। ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রের দিকে রওনা দিলেন পলিং অফিসাররা।

অষ্টাদশ লোকসভা নির্বাচনে উৎসবের মতো ভোট দিতে যাক সেজন্যই সাজানো হয়েছে বিভিন্ন বুথকে মডেল বুথ হিসেবে এবার  হলদিয়া বিধানসভা এলাকায় প্রথম হচ্ছে পিঙ্ক বুথ। আদপে এটি মডেল মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত বুথ। সুতাহাটার বিডিও দেবলীনা দাস জানিয়েছেন, সুতাহাটা ব্লকের অন্তর্গত ছয়টি মহিলা পরিচালিত বুথ রয়েছে। হলদিয়া হাইস্কুলে দুটি, হলদিয়া গর্ভমেন্ট স্পন্সরড স্কুল দুটি এবং দুর্গাচক আরসি প্রাথমিক বিদ্যালয়ে দুটি মহিলা পরিচালিত বুথ করা হয়েছে। দুর্গাচকে প্রাথমিক বিদ্যালয় মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। বয়স্কদের ভোটারদের বসার জায়গা, শিশুদের জন্য প্লে রুম সহ থাকবে নানা আয়োজন। নির্বাচনের বিধি মেনেই গোলাপী বেলুন দিয়ে সাজানো হচ্ছে এই বুথ। সূত্রে জানা গিয়েছে, গোলাপী রঙের মাধ্যমে ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোরও প্রয়াস নেওয়া হয়েছে।

No comments