উচ্চ মাধ্যমিকে খারাপ ফল হয় আত্মহত্যা ১৬৯ দিনের মাথায় উচ্চমাধ্যমিকে ফলাফল ঘোষণা হলো যদিও আগামীকাল ১০ই মে স্কুল থেকে মার্কশিট পাবে। আজ অনলাইনে উচ্চমাধ্যমিকে ফলাফল সকল ছাত্র-ছাত্রীরা জানতে পেরেছে। হলদিয়া দুজন ছাত্র দশ এর মধ্যে ম…
উচ্চ মাধ্যমিকে খারাপ ফল হয় আত্মহত্যা ১
৬৯ দিনের মাথায় উচ্চমাধ্যমিকে ফলাফল ঘোষণা হলো যদিও আগামীকাল ১০ই মে স্কুল থেকে মার্কশিট পাবে। আজ অনলাইনে উচ্চমাধ্যমিকে ফলাফল সকল ছাত্র-ছাত্রীরা জানতে পেরেছে। হলদিয়া দুজন ছাত্র দশ এর মধ্যে মেধা তালিকায় রয়েছে। সেই স্কুলেরই পরীক্ষার খারাপ ফল হওয়াতে একজন ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিলেন।
নাগাদ হলদিয়া থানার অন্তর্গত ২৩ নংওয়ার্ড পিতাম্বরচক গ্ৰামে ,নাম-কোয়েল সিনহা(বয়স আনুমানিক -১৭)পিতা-চিত্তরঞ্জন সিনহা, বিশেষ সূত্রে জানা যায় ,হলদিয়া গভমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন হাইস্কুলের ছাত্রী ছিলেন উচ্চ মাধ্যমিক পরিক্ষায় খারাপ ফল করায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন,খবর পেয়ে ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ পৌঁছায়, কোয়েল সিনাকে দুর্গাচক মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ। স্কুলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাগণ তাদের বাড়িতে এসেছেন জানালেন স্কুলের এক শিক্ষক।
No comments