৯৪ দিনের মাথায় বৌমা নাতিকে নিয়ে জেল থেকে বেরোলেন শ্বশুরগত ফেব্রুয়ারি মাসে ভাগ্যপন্তপুর গ্রামে জায়গা সম্পত্তি ভাগাভাগি নিয়ে অভিযোগ করেছিলেন ছেলের মা সরবানু বিবি তার ছেলেকে মেরে দিয়েছে তার বাবা মোহাম্মদ শরীফ এবং তার বৌমা। সেই…
৯৪ দিনের মাথায় বৌমা নাতিকে নিয়ে জেল থেকে বেরোলেন শ্বশুর
গত ফেব্রুয়ারি মাসে ভাগ্যপন্তপুর গ্রামে জায়গা সম্পত্তি ভাগাভাগি নিয়ে অভিযোগ করেছিলেন ছেলের মা সরবানু বিবি তার ছেলেকে মেরে দিয়েছে তার বাবা মোহাম্মদ শরীফ এবং তার বৌমা। সেই নিয়ে হলদিয়া জুড়ে গুঞ্জন শুরু হয়েছিল। শশুর বৌমা সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায় হয়। অভিযোগের ভিত্তিতে দুর্গাচক থানার পুলিশ শ্বশুর ও বউমা গ্রেফতার করে এবং কোর্টের নির্দেশেই তাদের জেল হেফাজত হয় দীর্ঘ ৯৪ দিন পর সাত বছরের সাবিনাকে নিয়ে মা জেল খেটেছেন আজ হলদিয়া কোর্ট থেকে জামিনের মুক্তি পেলেন। সাত মাসের শিশু কন্যাকে নিয়ে জেল খেটে বেরোলেন আরবিনা খাতুন।
সূত্রে জানা যায়,
No comments