Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাসপাতালের নার্সরা মানসিক অত্যাচারের শিকার

হাসপাতালের নার্সরা মানসিক অত্যাচারের শিকার 
হলদিয়া মহকুমা হাসপাতালের নার্সরা মানসিক অত্যাচারের শিকার বলে অভিযুক্ত তুলেছেন । ঘটনায় হলদিয়া মহাকুমা হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার শান্তা পন্ডা এবং নার্সিং সুপার জয়শ্রী পাত্রের বির…

 



হাসপাতালের নার্সরা মানসিক অত্যাচারের শিকার 


হলদিয়া মহকুমা হাসপাতালের নার্সরা মানসিক অত্যাচারের শিকার বলে অভিযুক্ত তুলেছেন । ঘটনায় হলদিয়া মহাকুমা হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার শান্তা পন্ডা এবং নার্সিং সুপার জয়শ্রী পাত্রের বিরুদ্ধে তারা ভুরি ভুরি অভিযোগ তুলে সরব হয়েছেন । ইতিমধ্যে হাসপাতালে সুপার থেকে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরেও লিখিত অভিযোগ জমা পড়েছে । সরকারি কর্মচারীদের এহেন হেনস্তার প্রতিবাদে ধিক্কার জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক । জানা গিয়েছে,হলদিয়া মহকুমা হাসপাতালের বেশ কিছু নার্সের সঙ্গে অবভ্য আচরণ করেছেন শান্তা পণ্ডা । তার কথামতো নার্সিং সুপার জয়শ্রী পাত্র নার্সদের কাজের প্রসঙ্গ টেনে মর্য্যাদা হানিকর কথা বলেছেন বলে অভিযোগ । তবে এই ঘটনায় মাস্টারমাইন্ড শান্তা পণ্ডা । তিনি নার্সদের স্বৈরাচারী কায়দায় চোখ রাঙিয়ে নিজের প্রভাব জাহির করেছেন । তাঁর কেউ কিচ্ছু করতে পারবে না বলেও আস্ফালন প্রকাশ করেছেন । এমন অমানবিক ঘটনার প্রতিবাদে হলদিয়া মহকুমা হাসপাতালে ৮০ জন হাসপাতালের সুপার ,জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত লিখিত অভিযোগ জানিয়েছেন । জেলা স্বাস্থ্য দপ্তরের দুই স্বাস্থ্য আধিকারিক ঘটনার তদন্ত করেছেন । কথা বললেন নার্সদের সঙ্গে । এই রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্য স্বাস্থ্য ভবনে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে । তবে এই ঘটনা প্রসঙ্গে জানতে শান্তা পণ্ডা এবং জয়শ্রী পাত্রকে ফোন করা হয়েছে । কিন্তু তারা কেউই ফোন ধরেননি । এ বিষয়ে হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতো জানিয়েছেন,"হ্যাঁ‌ নার্সদের কিছু  অভিযোগ ছিল । জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ডিসিএমওএইচ এবং বিপিএইচএনও এসেছিলেন । আলোচনা হয়েছে ।" রাজ্য সরকারি কর্মচারীদের ওপর অমানবিক আচরণ যারা করেছেন তাদের ছেড়ে কথা বলা হবে না । এমনটাই সাফ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক । তিনি বলেন,"এখন ভোট বিধি রয়েছে । তাই আমরা এ বিষয়ে বড় কিছু পদক্ষেপ করতে পারছি না । ভোট পর্ব মিটে গেলেই কত বড় জুলুমবাজির নেত্রী শান্তা পন্ডা আছেন  আমরা বুঝে নেব । রাজ্য সরকারি কর্মচারীদের উপরে কোন রকম নিপীড়ন শোষণ স্বেচ্ছাচারিতা শুনবো না । এর শেষ দেখে ছাড়বো ।"

No comments