Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আরটিওতে ড্রাইভিং টেস্ট দিতে হবে না, লাইসেন্স পেতে নির্দেশিকা কেন্দ্রের

১ জুন থেকে আরটিওতে ড্রাইভিং টেস্ট দিতে হবে না, লাইসেন্স পেতে নির্দেশিকা কেন্দ্রেরড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কাটতে চলেছে জটিলতা। লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দিতে হবে ন…



১ জুন থেকে আরটিওতে ড্রাইভিং টেস্ট দিতে হবে না, লাইসেন্স পেতে নির্দেশিকা কেন্দ্রের

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কাটতে চলেছে জটিলতা। লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দিতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হচ্ছে। সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এই নতুন নির্দেশিকার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন থেকে সারা দেশে এই নয়া নিয়ম কার্যকর হবে। এই নতুন নিয়মের আরও লক্ষ্য হল প্রায় ৯ লক্ষ পুরানো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া। পাশাপাশি, দূষণ হ্রাস করা। 

জানা গিয়েছে, গাড়ির নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘনের জন্য জরিমানার পরিমাণ ১ থেকে ২ হাজারের মধ্যেই থাকছে। তবে, কোনও নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ডও বাতিল করা হবে। সংশ্লিষ্ট নাবালককে ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। মন্ত্রক সূত্রে খবর, নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াকে অনেকটাই সরলীকরণ করা হয়েছে। পাশাপাশি, বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলির জন্যও মন্ত্রক নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে।

No comments