রবীন্দ্রনাথ সম্বন্ধে এক নজরে কিছু তথ্য---১. নাম- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকনাম- রবি।২. আদি পদবি - কুশারী।৩. জন্ম তারিখ - ২৫ বৈশাখ, ১২৬৮। ৭ মে, ১৮৬১।৪. মা - শ্রীমতি সারদা দেবী।৫. বাবা - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।৬. ঠাক…
রবীন্দ্রনাথ সম্বন্ধে এক নজরে কিছু তথ্য---
১. নাম- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকনাম- রবি।
২. আদি পদবি - কুশারী।
৩. জন্ম তারিখ - ২৫ বৈশাখ, ১২৬৮। ৭ মে, ১৮৬১।
৪. মা - শ্রীমতি সারদা দেবী।
৫. বাবা - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৬. ঠাকুরদা - প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৭. ঠাকুরমা - শ্রীমতী দিগম্বরী দেবী।
৮. জন্মস্থান - জোড়াসাঁকো, কলকাতা।
(মোট ১৫ জন ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ১৪ তম।)
৯. স্ত্রী - মৃণলিনী দেবী।
১০. পাঁচ সন্তান - কন্যা- মাধুরীলতা।
পুত্র- রথীন্দ্রনাথ।
কন্যা- রেণুকা (রানি)।
কন্যা- মীরা (অতসী)।
পুত্র- শমীন্দ্র।
১১. আদি পুরুষ - জগন্নাথ কুশারী।
১২. আদি নিবাস - দক্ষিণডিহি, খুলনা।
১৩. কলকাতায় চলে আসা প্রথম পুরুষ - পঞ্চানন কুশারী।
১৪. কলকাতায় কুশারীদের প্রথম বাসস্থান - গোবিন্দপুর গ্রাম।
১৫. 'ঠাকুর' পদবীর উৎপত্তি - গোবিন্দপুর গ্রামে পঞ্চাননরাই একমাত্র ব্রাহ্মণ। অন্য সবাই বলতেন - 'ঠাকুর মশাই'। তা থেকে 'ঠাকুর'। পঞ্চানন ইংরেজদের জাহাজে মালপত্র যোগান দিতেন। ইংরেজরা 'ঠাকুর' বলতে পারত না। বলত - 'টেগোর' (Tagore) অন্য বানানে - Tagaure।
১৬. রবীন্দ্রনাথের হাতেখড়ি - ১৮৬৬। ৫ বছর বয়সে।
১৭. কবিতা লেখা শুরু - ১৮৬৯। ৮ বছর বয়সে।
রবীন্দ্রনাথের জন্মোৎসব 'প্রথম' পালন করা হয় - বাংলা ১৩১৭ সালে - যে বার তিনি ৪৯ পূর্ণ করে ৫০ শে পা দিলেন। বাংলা ১৩১৮ সালের ২৫ বৈশাখ (৮মে,১৯১১) ৫০ বছর পূর্ণ করেন। সেবারই প্রথম জাঁকজমক করে তাঁর জন্মদিন উদযাপিত হয় শান্তিনিকেতনে। সেই অনুষ্ঠানেই কবি তাঁর জীবনস্মৃতির প্রথম পান্ডুলিপি পড়ে শুনিয়েছিলেন।
No comments