ভোটের আগের দিনই দাস পুরে বিজেপি নেতার গাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
রাত পোহালেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ঠিক তার আগেই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। আজ শুক্রবার সকালে ঘাটালের দাসপুরে খুকুড়দহ …
ভোটের আগের দিনই দাস পুরে বিজেপি নেতার গাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
রাত পোহালেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ঠিক তার আগেই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। আজ শুক্রবার সকালে ঘাটালের দাসপুরে খুকুড়দহ এলাকার একটি নাকা চেক পয়েন্টে চেকিং চলছিল। সে সময় পাঁশকুড়ার দিক থেকে একটি চার চাকার গাড়ি দাসপুর বিধানসভার খুকুরদহ এলাকায় ঢুকছিল। স্বাভাবিক নিয়মে সেই গাড়িটিও চেকিং হয়। কিন্তু চেকিং করতে গিয়ে চোখ কপালে উঠে গেল পুলিস আধিকারিকদের। ওই গাড়িতে তখন ছিলেন বিজেপি নেতা প্রশান্ত বেরা। প্রশান্ত বেরা ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন। আর তাঁর গাড়ি থেকেই উদ্ধার হল ২৪ লক্ষ টাকা। জানা গিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হওয়া এই নগদ টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি প্রশান্তবাবু। আগমিকাল ঘাটাল লোকসভা কেন্দ্রেও হবে ভোটগ্রহণ। তার আগের দিন দাসপুরে নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ভোটের ঠিক আগের দিন কেন এত টাকা আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিস। উল্লেখ্য, ক’দিন আগেই বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ মেলে। যে টাকার উৎস জানতে গভীর রাতে হানা দেয় কেন্দ্রীয় আয়কর বিভাগও। প্রায় ১৯ ঘণ্টা তল্লাশির পর ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ২১ লক্ষ ৫৬ হাজার ৬৮০ টাকা। এই টাকা কার, সেবিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। দেখাতে পারেননি বৈধ কাগজপত্রও।
No comments