Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া হাই স্কুল সর্বোচ্চ পূষ্যমিত্র হালদার

হলদিয়া হাই স্কুল সর্বোচ্চ পূষ্যমিত্র হালদার
হলদিয়া হাই স্কুল , মোট পরীক্ষার্থী -১২৭, উত্তীর্ণ- ১২৬ ,প্রথম স্থানাধিকারী -- পূষ্যমিত্র হালদার ৬৪২শতবর্ষ উদযাপন শুরু হয়েছে হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিকসূত্রে জানা যায়,১৯২৪ সালে ৭…

 


হলদিয়া হাই স্কুল সর্বোচ্চ পূষ্যমিত্র হালদার


হলদিয়া হাই স্কুল , মোট পরীক্ষার্থী -১২৭, উত্তীর্ণ- ১২৬ ,প্রথম স্থানাধিকারী -- পূষ্যমিত্র হালদার ৬৪২

শতবর্ষ উদযাপন শুরু হয়েছে হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক

সূত্রে জানা যায়,১৯২৪ সালে ৭ই জানুয়ারি দেভোগ্রামে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের বীজ প্রোথিত হয়েছিল স্কুলটি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন শুরু হয়। বিদ্যালয়টি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত করেছিল।বিদ্যালয়টি ১৯৬৭ সালে 'দেভোগ উচ্চ বিদ্যালয়' হিসাবে স্বীকৃতি লাভ করে। শিল্পায়নের জন্য দেভোগ গ্রামে জমি অধিগ্রহণের ফলে বিদ্যালয়টি তার বর্তমান স্থানে, দুর্গাচকে স্থানান্তরিত হয় এবং "হলদিয়া উচ্চ বিদ্যালয়" হিসাবে পুনঃনামকরণ করা হয়। ২০০৪ সালে স্কুলটি কলা ও বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক (10+2) স্তরে উন্নীত হয়।

সেই বীজে গাছ এখন ফুলে ফলে মহী রূপে পরিণত হয়েছে। নিয়মের কালের গতিতে সেই জায়গাটি বহু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেই জায়গা থেকে বিদ্যালয়টি চলে গেছে হলদিয়া দুর্গাচাকে। সময় সাথে সাথে শরীরের  ছাপ ফেলতে পারেনি বরং তাকে করে তুলেছে আরো মহিমান্বিত বলিয়ান ও কর্মচঞ্চল বহু শত সহস্র ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক-শিক্ষিকা নিরলস প্রচেষ্টায় ও ঐকান্তিক শুভ কামনায় অভিজ্ঞতায় ঋদ্ধ। এই প্রতিষ্ঠানটি শতবর্ষের পদার্পণ শুরু হয়েছে। সকল সফল ছাত্র-ছাত্রীদের আগামী দিনের পথ চলা শুভকামনা জানাই স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস।

No comments