অভাবী রাজমিস্ত্রি পরিবারের ছেলে কৌশিক পাঁজা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকে দিল
খুব অভাবী পরিবারের সন্তান হলদিয়ার চাউলখোলা গ্রামের কৌশিক পাঁজা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩৯২ (৭৮.৪%) নম্বর পেয়ে সকলকে চমকে দিল। বাবা গোকুল পাঁ…
অভাবী রাজমিস্ত্রি পরিবারের ছেলে কৌশিক পাঁজা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকে দিল
খুব অভাবী পরিবারের সন্তান হলদিয়ার চাউলখোলা গ্রামের কৌশিক পাঁজা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩৯২ (৭৮.৪%) নম্বর পেয়ে সকলকে চমকে দিল। বাবা গোকুল পাঁজা পেশায় রাজমিস্ত্রি। সারা বছর কাজ থাকে না। মা অন্যের জমি খাজনায় নিয়ে চাষবাস করে খুবই কষ্টের মধ্যদিয়ে তাদের সংসার চলে। কৌশিক মাঝে মাঝে বাড়ীর রান্নাবান্না করে স্কুলে যায়। চাষের সময় মা এর সঙ্গে জমিতে চাষের কাজও করে।নিজেদের ১ ডেসিমল জায়গার উপর একটি ছোট ইটের গাঁথুনি পলেস্তারা বিহীন বাড়ী। বাঁশের আয়নাখুপির দরজা জানালা। নিজেদের চাষের কোন জমি নেই। তারই মধ্যে খুবই কষ্টের মাধ্যমে হলদিয়ার গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবন থেকে কলা বিভাগে পড়াশোনা করে কৌশিক এই সাফল্য লাভ করল। কিন্তু তার আশঙ্কা উচ্চ শিক্ষা লাভ করা তার পক্ষে আর হয়তো সম্ভব হবে না। স্কুলের প্রধান শিক্ষক জলধর মহাপাত্র সকল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন। স্কুলে এবারে মোট পরীক্ষার্থী ছিল ১২২ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে সন্দীপ তুঙ্গ ৪৫০ সায়েন্স।
No comments