মাধ্যমিক প্রথম দশে কোন জেলার কতজন পরীক্ষার্থী রয়েছে? জেনে নিনচলতি বছর মাধ্যমিকে ৭,৬৫,২৫২ জন পাশ করেছে। ২ থেকে ১২ ফেব্রুয়ারি হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ৮০ দিনের মাথায় প্রকাশ পেল রেজাল্ট। এবারে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আজ, বৃহস্পতিবার…
মাধ্যমিক প্রথম দশে কোন জেলার কতজন পরীক্ষার্থী রয়েছে? জেনে নিন
চলতি বছর মাধ্যমিকে ৭,৬৫,২৫২ জন পাশ করেছে। ২ থেকে ১২ ফেব্রুয়ারি হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ৮০ দিনের মাথায় প্রকাশ পেল রেজাল্ট। এবারে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আজ, বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,৬৩৬ জন।
এই বছরে মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন পরীক্ষার্থী। আজ, বৃহস্পতিবার ২ রা মে সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ৫৭ জনের মধ্যে, দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদীয়ার ২ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন রয়েছেন।
মাধ্যমিকের মেধাতালিকা
এই বছর মাধ্যমিকে *প্রথম* হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। সে কোচবিহারের রামগোলা হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। পেয়েছে ৯৯ শতাংশ নম্বর।
*দ্বিতীয় স্থান* অধিকার করেছে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। সে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্রের। তার প্রাপ্ত নম্বর ৬৯২।
*তৃতীয়* হয়েছে মোট তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড স্কুলের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১।
*চতুর্থ* স্থানে রয়েছে হুগলির তপোজ্যোতি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। পূর্ব বর্ধমানের অর্ঘ্যদ্বীপ বসাক ৬৮৯ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।
মাধ্যমিকে *ষষ্ঠ* স্থানে রয়েছে কৃশাণু সাহা, অলিভ গায়েন, মহঃ সাহারুদ্দিন এবং কৌস্তভ সাহু। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮।
*সপ্তম* স্থানে রয়েছে আসিভ কামাল, আবৃত্তি ঘটক, অর্পিতা ঘোষ, সাত্যতা দে, আরত্রিক সাহ, শুভমকুমার রায়, কৌস্তভ মাল, আলেখ্য মাইতি। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৭।
*অষ্টম* স্থান অধিকার করেছে ইন্দ্রণী চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, তনুকা পাল এবং ঋদ্ধি মল্লিক। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬।
*নবম* স্থানে রয়েছে রৌণক ঘোষ, অশ্মিতা চক্রবর্তী, বিশালচন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম, চন্দ্রদীপ দাস, অরুণিমা চট্টোপাধ্যায়, অন্বেষা ঘোষ, ঋদ্ধিমান পাল, সায়ক শাসমল, সাগর জানা, সাগ্নিক ঘটক, যিষ্ণু দাস, ঋতব্রত নাগ, ঋত্বিক দত্ত, সায়নদীপ মান্না, অরন্যদেব বর্মণ। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫।
*দশম* স্থান অধিকার করেছে ভৌমি সরকার, বিশাল মণ্ডল, সৌভিক দত্ত, অনীশ কোনার, মৌর্য্য পাল, অর্ণব বিশ্বাস, সম্পূর্ণা দাঁ, নীলাঞ্জন মণ্ডল, সৌমিক খাঁ, সৌম্যদীপ মণ্ডল, অগ্নিভ পাত্র, শঙ্কর পারিয়া, রিতম দাস, শুভ্রকান্তি জানা, ঈশান বিশ্বাস, স্বর্ণালী ঘোষ, প্রাঞ্জল গঙ্গোপাধ্যায়, সোমদত্তা সামন্ত। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।
No comments