মানবিক ভবানীপুর থানার সিভিক আরিফ বিল্লাহ
ভবানীপুর থানার অন্তর্গত ব্রজলালচক হাইরোডে। দুপুর দুটোর সময় এক মানসিক ভারসাম্যহীন পাগল। অতিরিক্ত তাপের ফলে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। ভবানীপুর থানার পুলিশ সাব-ইন্…
মানবিক ভবানীপুর থানার সিভিক আরিফ বিল্লাহ
ভবানীপুর থানার অন্তর্গত ব্রজলালচক হাইরোডে। দুপুর দুটোর সময় এক মানসিক ভারসাম্যহীন পাগল। অতিরিক্ত তাপের ফলে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। ভবানীপুর থানার পুলিশ সাব-ইন্সপেক্টর শৈবাল মাইতি এবং ডি,আই,বি সিভিক শেখ আরিফ বিল্লাহ (ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার ব্যাচ নম্বর ১৬৭৩) তাকে রাস্তা থেকে তুলে এনে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে, স্নান করিয়ে পোশাক পরিয়ে। তাকে হসপিটালে ভর্তি করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
No comments