খেজুরির হলুদ বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মন্ডলের বাড়িতে বোমা চার্জ ও মোটরবাইক জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা
গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার খেজুরি ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপ…
খেজুরির হলুদ বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মন্ডলের বাড়িতে বোমা চার্জ ও মোটরবাইক জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা
গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার খেজুরি ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে বোমা চার্চ, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় মোটর বাইক বলে অভিযোগ। কে বা কারা এই রকম কাণ্ড ঘটিয়েছে পরিবারের লোকজন এখনো পরিষ্কার নয়। তবে সিসিটিভি খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনো রয়েছে এলাকায়।
ঘটনার খবর পায় মধ্যরাতে খেজুরি থানার পুলিশ নিতাই মন্ডলের বাড়িতে আসে। পুলিশ সারারাত নিরাপত্তা দেয় নিতাই মন্ডলের বাড়িতে। কিন্তু শনিবার সকাল হতেই দফায় দফায় গ্রামবাসীরা এসে ভিড় জামায়। আবারও সকালে পুলিশ আসে। যদিও পরিবারের অভিযোগ, কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে বলে খবর।
No comments