শেষ রাতের স্বপ্ন --- দেবাশিস পাহাড়ী
আজ মঙ্গল জলা জঙ্গল সাফ করবার বেলা ; ভঞ্জবাবুর মস্ত দালান; লোক জমেছে মেলা ।তিনটে শালিখ সন্ধি করে রান্নাঘরের চালে;ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি যে …
শেষ রাতের স্বপ্ন --- দেবাশিস পাহাড়ী
আজ মঙ্গল জলা জঙ্গল
সাফ করবার বেলা ;
ভঞ্জবাবুর মস্ত দালান;
লোক জমেছে মেলা ।
তিনটে শালিখ সন্ধি করে
রান্নাঘরের চালে;
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি যে
ফুড়ুৎ সাতসকালে ।
শক্তকাঠে ভক্তরামের
তৈরি নৌকাখানি ,
সেই থেকে এই গুপ্তিপাড়ায়
পালকির আমদানি ।
বিশ্বম্ভর - চণ্ডী - বঙ্কু -
ভজ্জু- অবিনাশ ---
আতাওয়ালার সুমিষ্ট ফল
ফেরি করে বারোমাস ।
গর্মি কমে , বর্ষা নামে
কর্ণফুলির জলে ---
অর্জুন গাছে বাঁদরের ঝাঁক
দোল খায় দলে দলে ।
বন ও বাদাড়ে যেন আড়ে আড়ে
রাক্ষস দেয় উঁকি ,
পুবের আলো রাত কাটালো
চঞ্চল হলো খুকি ।
পঞ্চমীতে চাঁদ উঠেছে
আকাশ ভরে আলোয় ,
নিস্তারিণীর বিবাহখানি
মিটল ভালোয় ভালোয় ।
বাস্তবে নয়, স্বপ্নে দেখেছি ,
রাত্তির বাকি অল্প ---
বিশ্বকবির সঙ্গে চলছে
জমজমাটি গল্প ।
তোমার জন্য লক্ষ বাঙালি
অপেক্ষাতে থাকে;
ধরা দিয়ে যেও স্বপ্নের মাঝে
পঁচিশে বৈশাখে।
No comments