ভোট পরবর্তী হিংসায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার পরিবারগত ২৪ শে মে রাজ্যে ষষ্ঠ দফার ভোট। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা গেলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল হলদিয়াতে। কিন্তু ভোট শেষ হও…
ভোট পরবর্তী হিংসায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার পরিবার
গত ২৪ শে মে রাজ্যে ষষ্ঠ দফার ভোট। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা গেলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল হলদিয়াতে। কিন্তু ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই বাঁধল উত্তেজনা হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী অঞ্চল তাজনগর গ্রামে জয়দেব হাজরা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাড়ির মহিলা দের ও মারধর করে বিজেপির কর্মীরা, এবং তিন বছরের বাচ্চা মেয়েও এই ভোটের হিংসা থেকে ছাড় পায়নি। সাধারণভাবে পুলিশের কাছে এফ আই আর দায়ের করে ওই জয়দেব হাজরা অর্থাৎ তৃণমূল কর্মী। যখন তখন হুমকি দেওয়া হতো তাকে। বাড়ির দরজা জানালা কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ, এবং বাড়ীর সামনে তুলসী মন্দিরও ভেঙে দেয় বলে অভিযোগ। অভিযোগের তীর ছুঁড়ে দেয় সুতাহাটা বিজেপি মোর্চা মন্ডল টু সভা-নেত্রী এবং কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। এবং নানান রকম ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ করে ওই তৃণমূল কর্মীর পরিবারের লোক। এই ঘটনায় উত্তপ্ত রয়েছে হোড়খালি অঞ্চলের তাজনগর গ্রাম। এই ঘটনা অস্বীকার করেছেন ভারতীয় মজদুর সংঘের সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। যখন তৃণমূল তার পায়ের তলা মাটি হারাচ্ছে তখন বিজেপির উপর দোষারোপ করার চেষ্টা করছে। এই ধরনের যে বা যারা করেছে খুবই নিন্দনীয়।
No comments