স্কুলে স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চর্চা পড়ুয়াদেরভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UzyfnHWdMEQ সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে অটল টিঙ্কারং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতি …
স্কুলে স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চর্চা পড়ুয়াদের
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/UzyfnHWdMEQ
সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে অটল টিঙ্কারং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের নির্দেশে 'Community day celebration' প্রকল্প অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Inteligence,AI) বিষয়ে একটি সেমিনার শুরু হয়। সুতাহাটা শিমুলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠ প্রধান শিক্ষক সমর সিনহা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা ...
এছাড়া অটল ল্যাবে বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে প্রদর্শন ও আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও রামপুর, দেউলপোতা ও বাবুপুরের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে। জানালেন স্কুলের প্রধান শিক্ষক সমর সিনহা।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments