BSNL-এর 4G পরিষেবা পরিষেবা দিতে ভারতের ৪টি অঞ্চলে ডেটা সেন্টার গড়ছে TCS
ভারতের চারটি অঞ্চলে বিএসএনএলের বড় ডেটা সেন্টার তৈরি করছে টিসিএস। বিএসএনএলের ফোর-জি পরিষেবা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে তাদের সঙ্গে তাঁরা যে ১৫ হাজার কোটি টা…
BSNL-এর 4G পরিষেবা পরিষেবা দিতে ভারতের ৪টি অঞ্চলে ডেটা সেন্টার গড়ছে TCS
ভারতের চারটি অঞ্চলে বিএসএনএলের বড় ডেটা সেন্টার তৈরি করছে টিসিএস। বিএসএনএলের ফোর-জি পরিষেবা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে তাদের সঙ্গে তাঁরা যে ১৫ হাজার কোটি টাকার চুক্তি করেছেন, ডেটা সেন্টারগুলি গড়ে তোলা তারই অঙ্গ বলে জানিয়েছে টিসিএস। টাটা গোষ্ঠীর সংস্থাটি কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (সি-ডট)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিএসএনএলের জন্য মোট ৩৮টি ডেটা সেন্টার তৈরি করবে। বিএসএনএলের ফোর-জি নেটওয়ার্ক তৈরি করতে বিভিন্ন ক্ষমতার ডেটা সেন্টার সমস্ত টেলিকম সার্কেলে বিএসএনএলের অফিসে থাকবে। উল্লেখ্য, এটাই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ফোর-জি নেটওয়ার্ক হবে। টিসিএসের সিওও এন গণপতি সুব্রহ্মণ্যম বলেন, 'চারটি জোনের প্রত্যেকটিতে দুটি বড় ডেটা সেন্টার- পিআর (প্রাইমারি সার্ভারের জন্য) এবং ডিআর (ডিজ়াস্টার রিকভারি সার্ভারের জন্য) তৈরি করা সবথেকে জটিল কাজ। এছাড়া প্রত্যেকটি টেলিকম সার্কেলে আমরা আরও ৩০টি ডেটা সেন্টার তৈরি করব। সব মিলিয়ে ৩৮টি ডেটা সেন্টার গড়ে তোলা হবে।
No comments