সেনা অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, টাকা খোয়ালেন একাধিক ব্যবসায়ী
সেনা অফিসার পরিচয় দিয়ে সুতাহাটার এক ব্যবসায়ীর কাছ থেকে ৮১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর কাছে হলদিয়ার কেন্দ্রীয় বিদ্যাল…
সেনা অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, টাকা খোয়ালেন একাধিক ব্যবসায়ী
সেনা অফিসার পরিচয় দিয়ে সুতাহাটার এক ব্যবসায়ীর কাছ থেকে ৮১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর কাছে হলদিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে কাজের নাম করে ফোন আসে এবং তাঁকে প্লাইউড পাঠাতে বলা হয়। তারপরই টাকা চাইতে গিয়ে ওই ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর মাল ও টাকা দুটোই গায়েব হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সুতাহাটার চৈতন্যপুর অঞ্চলের কেশবপুরের বাসিন্দা বিশ্বজিৎ জানা নামে এক ব্যবসায়ী সাইবার প্রতারকদের খপ্পরে ৮১ হাজার ২৮০ টাকা খুইয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন। তিনি প্লাইডডের ব্যবসা করেন। তাঁকে আনন্দ কুমার সিং পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি নিজেকে আর্মির অফিসার পরিচয় দেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তিনি নিজের প্যান কার্ড সহ অন্যান্য পরিচয় হোয়াটসঅ্যাপে পাঠান। এরপর বিশ্বজিৎ ওই ব্যক্তির কথা মতোপ্লাইউড পাঠিয়ে দেন। ওই ব্যক্তি ফোন পে করে টাকা পাঠাবেন বলে জানান। এজন্য বিশ্বজিৎবাবুকে ওই আর্মি অফিসার তাঁর অ্যাকাউন্টে প্রথমে এক টাকা ও দু'টাকা পাঠাতে বলেন। ওই সময় ওই আর্মি অফিসারের সিনিয়র পরিচয়ে আরও একজন ফোন করায় ব্যবসায়ীর কোনও সন্দেহ দানা বাঁধেনি। ওই অফিসার আর্মি পেমেন্ট রুল অনুযায়ী টাকা পেমেন্টের কথা বলেন। প্রথমে তাঁদের সমস্ত টাকা পাঠিয়ে দিতে হবে ব্যবসায়ীকে এবং তারপর টাকা ফেরত যাবে ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওই ব্যবসায়ী দু'কিস্তিতে প্রথমে ১০ হাজার এবং পরে ৭১ হাজার ২৮০টাকা পাঠান। কিন্তু শেষমেস আর টাকা ফেরৎ পাননি। পুলিস জানিয়েছে, ওই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী পুলিস অফিসার সূত্রে জানা গিয়েছে, সুতাহাটা ব্লক এলাকায় আর্মি অফিসার বা কর্মী পরিচয় দিয়ে প্রায়ই এধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসে। এভাবে সেনা অফিসারের ছদ্মবেশে কখনও সিমেন্ট ব্যবসায়ী, ওষুষ দোকানদার পর পর এদের খপ্পরে পড়ছেন। বার বার সতর্ক করা সত্ত্বেও মানুষজন এই ধরনের প্রতারণার খপ্পরে পড়ছেন।
No comments