Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় বংশভূত ছাত্রের! আমেরিকাতে পড়তে গিয়ে মৃত্যু

ভারতীয় বংশভূত ছাত্রের! আমেরিকাতে পড়তে গিয়ে মৃত্যু
মাস্টার্স ডিগ্রির জন্য ২০২৩ সালে আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সেই ডিগ্রি নিয়ে আর ফেরা হল না ঘরে। , মঙ্গলবার উদ্ধার হল ওই পড়ুয়ার মৃতদেহ। পুলিস সূত্রে খবর, তাঁর নাম মহঃ আবদুল আরফাত …

 

ভারতীয় বংশভূত ছাত্রের! আমেরিকাতে পড়তে গিয়ে মৃত্যু


মাস্টার্স ডিগ্রির জন্য ২০২৩ সালে আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সেই ডিগ্রি নিয়ে আর ফেরা হল না ঘরে। , মঙ্গলবার উদ্ধার হল ওই পড়ুয়ার মৃতদেহ। পুলিস সূত্রে খবর, তাঁর নাম মহঃ আবদুল আরফাত (২৫)। ২০২৩ সালে স্নাতকত্তোরে পড়াশুনা করার জন্য আমেরিকায় যান তিনি। ভর্তি হন ক্লিভল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ে। গত ৭ মার্চ শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। তারপর থেকেই আবদুলের ফোন বন্ধ ছিল। পরে গত ১৯ মার্চ তাঁর বাবাকে ফোন করেন এক অপরিচিত ব্যক্তি। বলেন, তাঁদের ছেলেকে অপহরণ করেছেন একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসাবে চাওয়া হয় ১২০০ ডলার। যদিও কীভাবে সেই টাকা পাঠাতে হবে তা বলেনি, অভিযোগ আবদুলের বাবার। এমনকী ছেলের সঙ্গে তাঁকে কথাও বলতেও দেওয়া হয়নি। গোটা ঘটনাটি ওই পড়ুয়ার বাবা পুলিসকে জানায়। আমেরিকায় থাকা ভারতীয় দূতাবাসে আবদুল সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়। প্রায় তিন সপ্তাহ ধরে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই পড়ুয়ার। আমেরিকায় প্রশাসনের সাহায্যও নেওয়া হয়। আজ, মঙ্গলবার সকালে ওই পড়ুয়ার পরিবারকে দুঃসংবাদ শোনায় আমেরিকায় থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। জানানো হয়, ওহায়োর ক্লিভল্যান্ডে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই পড়ুয়াকে। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। আবদুলের বাড়ি হায়দরাবাদে। তবে এই ঘটনা প্রথম নয়। বিগত কয়েকমাস ধরেই আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের মৃত্যু হচ্ছে।

No comments