পাঁশকুড়ার মুড়াইল গ্রামের মিশ্র পরিবারের ঐতিহ্যবাহী বাসন্তী পূজা
আজ একদিকে বাংলা নববর্ষ অপরদিকে মহাষষ্ঠী। বাংলা নববর্ষের প্রথম দিনেই পাঁশকুড়ার মুড়াইল গ্রামের মিশ্র পরিবারের ঐতিহ্যবাহী বাসন্তী পূজোর ষষ্ঠীর ঘট উঠে সাড়ম্বড়ে । প…
পাঁশকুড়ার মুড়াইল গ্রামের মিশ্র পরিবারের ঐতিহ্যবাহী বাসন্তী পূজা
আজ একদিকে বাংলা নববর্ষ অপরদিকে মহাষষ্ঠী। বাংলা নববর্ষের প্রথম দিনেই পাঁশকুড়ার মুড়াইল গ্রামের মিশ্র পরিবারের ঐতিহ্যবাহী বাসন্তী পূজোর ষষ্ঠীর ঘট উঠে সাড়ম্বড়ে । পাশাপাশি ষষ্ঠীর দিনে একদিকে প্রতিমার মূর্তি তৈরি প্রস্তুতি যেমন চলছে তেমনি ষষ্ঠীর ঘট তুলে ষষ্ঠীতে পুষ্পাঞ্জলি দেয় পরিবারের সদস্যরা। সপ্তমী অষ্টমী নবমীতে ধুমধাম করে হয় পূজোর্চনা। অষ্টমীতে ১০৮ পদ্ম,১০৮টা প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পূজো হয়। পাশাপাশি ভোগের ডালিতে বিভিন্ন পদ রান্নার পাশাপাশি বিশেষ ধরনের মাছ রান্না হয়। পূজোর কয়েকটা দিন মায়ের ভোগ নিজেরা রান্না করেন বাড়ির মহিলারা।
পূজোর বিশেষত্ব হিসেবে মিশ্র পরিবারের নিকুঞ্জ বিহারী মিশ্র বাড়িতেই নিজে হাতে প্রতিমা গড়েন, তারপর বাসন্তি প্রতিমার মূর্তি পূজো হয়। বাংলা নববর্ষের শুরুতে দেবী বাসন্তি মৃন্ময়ী রুপ নিয়ে এলেন মিশ্র পরিবারে। পরিবারে প্রত্যেকেই বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ হাইকোর্টের উকিল,কেউ শিক্ষিকা, কেউ বা হেল্থ কর্মী,সকলে মিলে মিলিত হয়ে পূজোয় আনন্দ করেন। ষষ্ঠীতে জাঁকজমক ভাবে ঘট তোলার পর পূজার্চনা হয়। বাসন্তি পূজোর সাথে সাথেই বাড়ির পাথরের কৃষ্ণ বাসুদেব মূর্তি সহ শীতলা পূজো হয়। এই ব্রাম্ভন পরিবারের বাসন্তি পূজো করেন বাড়িরই সদস্যরাই। পূজোতে অষ্টমীর দিন বাড়ির আত্মীয়স্বজন থেকে শুরু করে গ্রামের বহু মানুষ পুষ্পাঞ্জলি দেয়।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments