শিল্প তালুক হলদিয়ায় রাজ্য খো খো চ্যাম্পিয়নশিপ
শিক্ষা সংস্কৃতি ক্রিড়া শহর হলদিয়াতে শুক্রবার ১২ ই এপ্রিল থেকে হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুল ময়দানে শুরু হয়েছে রাজ্য স্তরের খো খো টুর্নামেন্ট। ৬৫তম সিনিয়র রাজ্য…
শিল্প তালুক হলদিয়ায় রাজ্য খো খো চ্যাম্পিয়নশিপ
শিক্ষা সংস্কৃতি ক্রিড়া শহর হলদিয়াতে শুক্রবার ১২ ই এপ্রিল থেকে হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুল ময়দানে শুরু হয়েছে রাজ্য স্তরের খো খো টুর্নামেন্ট। ৬৫তম সিনিয়র রাজ্য খো খো প্রতিযোগিতা চলবে আগামী রবিবার ১৪ এপ্রিল পর্যন্ত। রাজ্য ও জেলা খো খো সংস্থার পরিচালনায় ৩দিনের এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে হলদিয়ার ফ্রেন্ডস অব খো খো সংস্থা। রাজ্যের ৮টি জেলার ২৮০ জন মহিলা ও পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় পুলিসের একটি দল সহ মোট ১৭টি টিম রয়েছে। এদিন টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদাস ঘটক, হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পীযূশকান্তি ত্রিপাঠি এবং খো খো-র রাজ্য সংস্থার সাধারণ সম্পাদক, সভাপতি প্রমুখ। এদিন রাত ১০টা পর্যন্ত লিগ পর্যায়ের খেলা চলে।
No comments