ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/B6oh8H3w1Qc
তমলুকে এস ইউ সি আই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা
অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নার…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/B6oh8H3w1Qc
তমলুকে এস ইউ সি আই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা
অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা সংগঠিত হলো তমলুক শহর জুড়ে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি প্রতিরোধে, নির্বাচনী বন্ডের নামে অনৈতিকভাবে প্রাপ্য টাকায় পুষ্ট কর্পোরেট স্বার্থ রক্ষাকারী বিজেপি- কংগ্রেস- তৃণমূল ও সুবিধাবাদী সিপিএমকে পরাস্ত করতে, মূল্যবৃদ্ধি রোধ,সকল বেকারের কাজ, নারী নির্যাতন বন্ধ, মদ মাদকজাত দ্রব্য নিষিদ্ধ করার দাবীতে ৮০০ টি ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে,বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং স্মার্ট মিটার চালুর প্রতিবাদে, জেলার খাল সংস্কার সহ এলাকায় জলনিকাশি ব্যবস্থার দাবিতে আজ বিকালে সুসজ্জিত মিছিল সংগঠিত হয় তমলুকের হাসপাতাল মোড় থেকে শহরের মধ্য দিয়ে মানিকতলা মোড় পর্যন্ত। পদযাত্রায় প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় প্রমূখ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments