আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হবে তার নির্ঘণ্টন ইতিমধ্যে প্রকাশ করেছেন নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫শে মে, তাই প্রস্তুতি এখন চরম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প…
আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হবে তার নির্ঘণ্টন ইতিমধ্যে প্রকাশ করেছেন নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর সহ কয়েকটি জেলার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫শে মে, তাই প্রস্তুতি এখন চরম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগণ এখন জনসংযোগ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের দেবাংশু ভট্টাচার্য তারই সমর্থনে দলের কর্মীদের মনবল বাড়াতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৮ টি প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরে তুলে ধরা হয়েছে, বিভিন্ন পর্যায়ে দুয়ারে সরকার, দুয়ারে প্রশাসন, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি পালিত হয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে আসছেন ২৫ শে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল পঞ্চায়েত সমিতির মহিষাদল রাজবাড়ি ময়দানে।২৫ এপ্রিল মহিষাদলে মুখ্যমন্ত্রীর সভা তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এপ্রিল সম্ভাব্য সভার তারিখ ধরে নিয়েই চলছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি। ফলে মুখ্যমন্ত্রীর সভা জন্য তৎপরতা শুরু হয়েছে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলাস্তরে।
২০০৬ সালে মহিষাদলে শেষবার এসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়াত তৃণমূল নেতা বুদ্ধদেব ভৌমিকের হয়ে বিধানসভা ভোট প্রচারে তিনি এসেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীর সভা হয়েছিল মহিষাদলের পুরনো বাস স্ট্যান্ড লাগোয়া তরোপেখ্যা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে। এবার মুখ্যমন্ত্রী সভার জন্য মহিষাদল রাজ মাঠকে বেছে নেওয়া হয়েছে। পঞ্চাশ হাজার মানুষকে জমায়েত করার লক্ষ্য রয়েছে। মাঠের এক পাশে থাকছে হেলিপ্যাড। বাকি অংশে সভার আয়োজন করা হচ্ছে। এ প্রসঙ্গে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েছেন, "দলের রাজ্য কমিটি থেকে মহিষাদলে মুখ্যমন্ত্রীর সভা করা হবে।
No comments