৩০ তম বর্ষে গণেশ পূজার আরাধনায় মেতেছে সানরাইজ ক্লাব বাংলা বৎসরের শুরু বৈশাখ মাস দিয়ে। বৈশাখ মাস হচ্ছে ধনদেবী লক্ষী এবং গণেশের পূজা অর্চনার মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নতুন হালখাতা করে থাকেন । হলদিয়া পঞ্চায়েত সমিতির অন…
৩০ তম বর্ষে গণেশ পূজার আরাধনায় মেতেছে সানরাইজ ক্লাব
বাংলা বৎসরের শুরু বৈশাখ মাস দিয়ে। বৈশাখ মাস হচ্ছে ধনদেবী লক্ষী এবং গণেশের পূজা অর্চনার মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নতুন হালখাতা করে থাকেন । হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপাতা অঞ্চল শাহুবাজারে সানরাইজ ক্লাব এর উদ্যোগে গণেশ পূজার শুরু হয়েছিল। প্রচন্ড তাপদাহ দিন দিন আরও তাপমাত্রা বাড়বে সূত্রে জানা যায়। রক্তের সংকট বিভিন্ন হাসপাতালে তাই থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য রক্তদান শিবির আয়োজন করলেন সানরাইজ ক্লাব । সানরাইজ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির বাড়বাসুদেব পুর(সাহু বাজার) । ক্লাবের উদ্যোগে ১৩০ জন রক্ত দান করলেন।
ক্লাবের সভাপতি অমিত সাহু বলেন আমরা প্রতি বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি অনুষ্ঠানের সাথে স্বেচ্ছ্বায় রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে থাকি এছাড়াও আমরা দু:স্থ ব্যাক্তিদের বস্ত্র দান, চারা বিতরন সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। আমাদের বিশেষ আকর্ষন থাকে ছদ্মবেশ প্রতিযোগীতা
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments