Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজে পুনর্বহালের দাবিতে একুশ জন শ্রমিকদের পাশে দাঁড়ালেন বিএমএস রাজ্য সভাপতি সম্পাদক ও শ্রমিক নেতৃত্ব -শ্যামল

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/CEbVuYNXKcY
কাজে পুনর্বহালের দাবিতে একুশ জন শ্রমিকদের পাশে দাঁড়ালেন বিএমএস রাজ্য সভাপতি সম্পাদক ও শ্রমিক নেতৃত্ব -শ্যামল
 টাটা স্টিল কারখানা ২১ জন শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছিল কিন্তু তা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/CEbVuYNXKcY


কাজে পুনর্বহালের দাবিতে একুশ জন শ্রমিকদের পাশে দাঁড়ালেন বিএমএস রাজ্য সভাপতি সম্পাদক ও শ্রমিক নেতৃত্ব -শ্যামল


 টাটা স্টিল কারখানা ২১ জন শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছিল কিন্তু তারা কোথায় যাবে সেই কাজের দাবি নিয়ে  ১লা মার্চ থেকে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। কাজে পুনর্বহালের দাবি নিয়ে তাদের আন্দোলন ৩৫ দিনে পড়ল। তাদের এই অবস্থান বিক্ষোভের পাশে থেকে ভারতীয় মজদুর সংঘের আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানালেন।আজ টাটা স্টিল কারখানায় উপস্থিত হলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি ও  সম্পাদক  ।‌‌ উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক । শ্রমিকদের নতুনত্ব আন্দোলনের রণকৌশল তৈরি করার পরিকল্পনা দিলেন। রাজ্য সম্পাদক শ্রমিকদের সামনে বললেন টাটা স্টিল কারখানার ম্যানেজমেন্ট বারে বারে তাদের গেস্ট হাউসে আলোচনায় বসার জন্য আহ্বান করছেন কিন্তু আমরা চাইছি শ্রমিক নেতৃত্ব এবং ম্যানেজমেন্ট ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে সিওডি হোক এবং ২১ জন শ্রমিকদের টাটা স্টিল কারখানার ম্যানেজমেন্ট বাদ দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে।  আমরা কখনোই গেস্ট হাউসে বসবো না শ্রমিকদের সঙ্গে নিয়ে এই কারখানাতেই আলোচনা হবে। তবে তিনি আজ শ্যামল আদক বাবু  বললেন টাটা স্টিল ম্যানেজমেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি তাদের কাজ থেকে বের করে দেওয়া এবং নেতৃত্ব দের প্রতি কয়েকজন ম্যানেজমেন্ট দুর্ব্যবহার জন্য ক্ষুব্ধ শ্যামল বাবু। তিনি বলেন উচিত শিক্ষা দিবেন বলে শ্রমিকদের সামনে আলোচনা করলেন।  আদক বাবু আজকের শ্রমিকদের সামনে আন্দোলনের রণকৌশল বিস্তারিতভাবে বললেন ২১ জন শ্রমিকের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলবে  নতুনত্ব ভাবে। আজ আন্দোলনের কর্মসূচি বিস্তারিতভাবে আলোচনা করার আগে কলাপাতায় অবস্থানগত শ্রমিকদের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া করলেন। আজকে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী পূর্ব মেদনীপুর জেলা ভারতীয় মজদুর সংঘ বিএমএস সাধারণ সম্পাদক চন্দন প্রামাণিক সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments