Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা মঙ্গল পাণ্ডের প্রয়াণ দিবস

আজ সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা মঙ্গল পাণ্ডের প্রয়াণ দিবস (১৯ শে জুলাই, ১৮২৭ -- ৮ ই এপ্রিল, ১৮৫৭)-এ শ্রদ্ধা।
কলিকাতার উপকন্ঠে ব্যারাকপুর। গঙ্গাতীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ বা ভারতীয় জাতীয় মহাবিদ্রোহের কারণে বিখ্যাত। এর স…

 






আজ সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা মঙ্গল পাণ্ডের প্রয়াণ দিবস (১৯ শে জুলাই, ১৮২৭ -- ৮ ই এপ্রিল, ১৮৫৭)-এ শ্রদ্ধা।


কলিকাতার উপকন্ঠে ব্যারাকপুর। গঙ্গাতীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ বা ভারতীয় জাতীয় মহাবিদ্রোহের কারণে বিখ্যাত। এর সূত্রপাত ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে। বিপ্লবী পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী, যিনি ব্যারাকপুর থেকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। এই ঘটনা ব্যারাকপুরকে আন্তর্জাতিক ইতিহাসে স্থান দিয়েছে। সিপাহীদের প্যারেড ময়দানে ১৮৫৭ সালের ২৯ মার্চ উপমহাদেশের প্রথম ইংরেজ বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন সিপাই মঙ্গল। সেদিন বিকেল পাঁচটায় বারাকপুরে নিযুক্ত ৩৪ নম্বর নেটিভ ইনফ্যান্টির তরুণ সিপাহী তাঁর সহকর্মীদের কাছে বিদ্রোহের আহ্বান জানালেন। ফলে মেজর হিউসন ও লেফটেন্যান্ট বগ্ মঙ্গলকে গ্রেপ্তার করতে এলেন। পাণ্ডের গুলির আঘাতে আহত হলেন বগ্৷ ফলে ৬ এপ্রিল সামরিক আদালত বসিয়ে মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড ঘোষণা করা হল এবং ঐ বছরেই ৮ ই এপ্রিল ভোর পাঁচটা তিরিশ মিনিটে মহাবিদ্রোহের প্রথম আত্মবলিদানকারীর ফাঁসি হয়ে গেল। 


No comments