অতিথি সংঘের উদ্যোগে ১৯তম বার্ষিকী সারশ্বত উৎসব
ডালিম্বচক্ বাড়বাসুদেবপুর অতিথি সংঘের আয়োজনে সার্বজনীন পারিজাত সারস্বত উৎসব ও ১৯তম বার্ষিক মিলনোৎসব এবং সেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে জাত…
অতিথি সংঘের উদ্যোগে ১৯তম বার্ষিকী সারশ্বত উৎসব
ডালিম্বচক্ বাড়বাসুদেবপুর অতিথি সংঘের আয়োজনে সার্বজনীন পারিজাত সারস্বত উৎসব ও ১৯তম বার্ষিক মিলনোৎসব এবং সেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন ও পুষ্পার্গ অর্পনের মাধ্যমে শুভ সূচনা হয়। সার্বজনীন পারিজাত সারস্বত উৎসব ও ১৯তম বার্ষিক মিলনোৎসব এবং সেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক জেলা তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি যশরাজ ব্রহ্মচারী ও ডালিম্বচক্ বাড়বাসুদেবপুর অতিথি সংঘের কর্নধার অমিত দাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেচ্ছায় রক্তদান শিবিরে ৩৫ জন ব্যক্তি রক্তদান করেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ৭৬ জনের চোখ পরীক্ষা করা হয়েছে এবং যাঁদের চশমা প্রয়োজন তাদের প্রত্যেকে বিনামূল্যে চশমা প্রদান করা হইবে।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments